এইমাত্র
  • সীমান্ত এলাকায় পূজায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ফোন নম্বর
  • শেবাচিম হাসপাতালে নার্সদের কর্মবিরতি
  • আন্দোলনে আহতদের চিকিৎসায় দ. কোরিয়ার সহায়তা চাইলেন জামায়াত আমির
  • আবারও কর্মবিরতিতে সরকারি-বেসরকারি হাসপাতালের নার্সরা
  • গ্রাহক পিটিয়ে ক্ষমা চাইল স্টার কাবাব কর্তৃপক্ষ
  • দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার
  • দুর্গাপূজা উপলক্ষে ছুটি একদিন বাড়ল
  • মহাকাশ থেকেই মার্কিন নির্বাচনে ভোট দিবেন নভোচারী
  • সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে এখন ১২৫
  • নড়াইলে প্রাইভেট পড়ে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • আজ মঙ্গলবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

    বিনোদন

    আমি কোনো ভাবেই তাকে হারাতে চাই না: তনি
    সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনি। সামাজিক মাধ্যমে বেশ ঠোঁট কাটা স্বভাবের। তবে ফেসবুকে অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই। কিন্তু বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানালেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তনি। কারণ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি। দু-দিন আগে তনি লিখেছিলেন, ‘(আমার স্বামীর আপডেট) এখনও তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খোলে নি। লাইফ সাপোর্টে আছে, ডাক্তাররা চেষ্টা করছেন।’তনি আরও লিখেছিলেন, ‘একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। আমি কথা বলার মত মানসিক অবস্থাতে নেই। আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’এরপর, আরও এক আপডেট জানালেন তনি। জানা গেল, অবশেষে দেশের বাইরেই চিকিৎসার জন্য নেওয়া হল তার স্বামীকে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে এক ফেসবুক পোস্টে তনি লেখেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনো ভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’রুবিয়াত ফাতিমা তনির এমন খারাপ সময়ে অনুরাগীদের পাশাপাশি প্রার্থনা করছে দেশের শোবিজ অঙ্গন। প্রার্থনা প্রকাশ করতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এছাড়াও উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার জয়, অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকেই তনির জন্য প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করেন।প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এ সবের জবাবও দিয়েছেন তিনি।শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।এফএস
    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি
    ঢাকাই সিনেমার সর্বোচ্চ জনপ্রিয় নায়ক সালমান শাহ। বাংলা সিনেমার জগতে একজন রাজপুত্র তিনি। নব্বই দশকের সময় তার সেই স্টাইল, ফ্যাশন সেন্স এখনও মুগ্ধ করে দর্শকের। কিন্তু মাত্র ২৪শেই জীবন প্রদীপ নিভে যায় সালমানের; এতে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র।ব্যক্তিজীবনে সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। সেই সামিরার সঙ্গে চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ের সিদ্ধান্ত। অবশেষে নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ১৯৯২ সালের ২০ ডিসেম্বর গোপনে বিয়ে করেন সালমান-সামিরা।তাদের সেই প্রেমকাহিনি নিয়ে ‘স্বপ্নের রাজকুমার’ নামে একটি সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা ছটকু আহমেদ। তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তি ছিল তাতে। ফলে আর পর্দায় আসার সুযোগ পেল না সালমান-সামিরার প্রেমকাহিনি।নির্মাতা জানান, সালমানের মা লন্ডন থেকে টেলিফোন করে সিনেমাটি বানাতে নিষেধ করেছিলেন।ছটকু আহমেদের কথায়, ‘২০২০ সালে নির্মাতা সোহান সিনেমাটির উদ্যোগ নিয়েছিল। সেই সময় আমি আর সোহান সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলাম। তাদের প্রেমকাহিনি অনেক সিনেম্যাটিক। সামিরার মুখে সেই গল্প শুনে আমাদের ভালো লেগেছিল। এ বছর সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিই। সামিরার সঙ্গে যোগাযোগ করলে সে সম্মতি দেয়।’ছটকু আরও বলেন, ‘খবর পেয়ে কয়েকদিন আগে নীলা চৌধুরী (সালমান শাহ্‌র মা) লন্ডন থেকে ফোন করে আমাকে জানান, সালমানকে নিয়ে কোনো সিনেমা বানানো যাবে না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া আছে তাদের। নীলা চৌধুরীর এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি।’উল্লেখ্য, সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু নিয়ে ভক্তমনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা। কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক- আবার কারও মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও এখনও খোলেনি সেই রহস্যজট।এ নিয়ে গণমাধ্যমে বহুবার কথা বলেছে সালমানের পরিবার। সালমান শাহ'র মা নীলা চৌধুরী ও তার অনুরাগীরা যদিও মনে করেন, সালমানকে হত্যা-ই করা হয়েছে। আর সেই হত্যায় সালমানের পরিবারের অভিযোগের তীর স্ত্রী সামিরার দিকে।এবি 
    মা হারালেন গায়ক আদনান সামি
    ভারতের খ্যাতিমান গায়ক আদনান সামির মা বেগম নওরিন সামি খানের প্রয়াণ ঘটেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার সকালে সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদ দেন গায়ক নিজে।তবে কী কারণে তার মায়ের মৃত্যু হয়েছে, তা অবশ্য প্রকাশ করেননি আদনান সামি।এক খোলা চিঠিতে মায়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দেন এই গায়ক। মায়ের ছবি পোস্ট করে আদনান লেখেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান আর নেই। আমাদের পরিবার গভীর শোকাহত। তিনি এমন একজন ছিলেন, যাকে আজীবন সকলে মনে রাখবেন। মায়ের স্পর্শ, ভালোবাসা খুব মিস করব। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন।'গায়কের পোস্টে ভক্তরাও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। আদনান যাতে এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাও করেন তার অনুরাগীরা।আদনান সামির বলিউডের শেষ গান ছিল গান 'ভর দো ঝোলি মেরি'। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার 'বাজরাঙ্গি ভাইজান'-এর ওই গানটি সুপারহিট হয়েছিল। খুব শীঘ্রই আবার এই গায়ক বলিউডে কামব্যাক করছেন বলেও খবর এসেছে। জানা গেছে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা 'কাসুর'-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি।এবি 
    প্রশংসিত 'সাবা' মুগ্ধ মেহজাবীন চৌধুরী
    নিজের প্রথম চলচ্চিত্র 'সাবা' নিয়ে বিশ্বব্যাপী ঘুরছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। টরন্টোর পর এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (২-১১ অক্টোবর) মেহজাবীন অভিনীত প্রথম ছবি 'সাবা'। গত ৪ অক্টোবর প্রদর্শিত হয়  অভিনেত্রীর প্রথম সিনেমাটির। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রি'তে প্রদর্শনী  হয়েছে।  মেহজাবীন প্রযোজিত মাকসুদ হোসাইন পরিচালিত ছবিটি এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট) লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারো দেখানো হয় ছবিটি। সেখানেও মিলেছে মুহুর্মুহু করতালি। উপস্থিত দর্শকদের সামনে এদিন ছবিটি সম্পর্কে নির্মাতা-অভিনেত্রী কথা বলেছেন প্রাণখুলে।  প্রিমিয়ারে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ উৎসবে অংশ নিয়ে মেহজাবীন চৌধুরী কতোটা মুগ্ধ, সেটির প্রতিচ্ছবি মিলেছে তার সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে। তিনি বলেন, 'আমাদের সিনেমা এখানে প্রদর্শন করতে পারা অনেক বড় সম্মানের বিষয়। ছবিটি দেখে এখানকার মানুষের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ।' সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা আরেকবার উপভোগ করবেন 'সাবা'।  যার টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বুসানে এ বছর ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হবে।প্রসঙ্গত,'সাবা' ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। 
    'মারো কাছা, দাও দৌড়' কার উদ্দেশ্যে লিখলেন তমা মির্জা?
    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ভক্তদের সঙ্গে তিনি প্রায়ই বিভিন্ন চিন্তা, অনুভূতি ও জীবনের ছোট ছোট মুহূর্ত শেয়ার করেন। রোববার রাতে তমা তার ফেসবুক স্টোরিতে একটি রহস্যময় বার্তা শেয়ার করেন। যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।তমার স্টোরিতে লিখা ছিল, "যে চিটার, সে সবসময়ই চিটার। একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।"এই নায়িকা ভক্তদের সতর্ক করে আরও লিখেন, "যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে আবারও বিশ্বাস করে জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটা হবে তোমার ভুল।"তবে এরপর মজার ছলে তিনি লিখেন, "মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।"এই স্ট্যাটাসের মাধ্যমে তমা কাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন, তা নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা প্রশ্ন। কেউ কেউ তার ব্যক্তিগত জীবনের পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে আনছেন। সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে তমা স্পষ্ট করে জানিয়েছেন যে, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই।তবে ঘনিষ্ঠ মহলের মতে, একসময় রাফী ও তমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও এখন সেই সম্পর্কে ভাঙন ধরেছে এবং তাদের মধ্যে আর কোনো ঘনিষ্ঠতা নেই। তমার রহস্যময় স্ট্যাটাস কি সেই ভাঙা সম্পর্কের ইঙ্গিত বহন করে?—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। 
    লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন তনি
    অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই। যেখানে তিনি লিখেছেন, আমার হাসবেন্ডের আপডেট- এখনও তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।তনি আরও জানান, আমি হাসপাতালে আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে। সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।সবশেষে তনি বলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’তার সেই স্ট্যাটাসে চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ অনেকেই মন্তব্য করেছেন। তার স্বামীর সুস্থতার প্রার্থনা জানিয়েছেন।উল্লেখ্য, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। যেসবের জবাবও দিয়েছেন তিনি।অন্যদিকে, শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।এফএস
    জালিয়াতির অভিযোগ, নায়িকাকে সমন পাঠালো পুলিশ
    বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন। তারই মধ্যে ফের বিপাকে বলিউড নায়িকা রিয়া চক্রবর্তী। জালিয়াতির অভিযোগে এই নায়িকাকে সমন পাঠাল দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ।রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে এক সময় আলোচনা হয়েছে বিস্তর। তবু সমাজমাধ্যমে জনপ্রিয় এ নায়িকা। অসংখ্য অনুরাগী তার। উল্লিখিত অ্যাপের মুখ ছিলেন রিয়া। এই অ্যাপের হয়ে প্রচারও করেছেন তিনি। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনই অভিযোগ। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর তরফে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ করে।এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা খুইয়েছেন ব্যবহারকারীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল। একাধিক নেটপ্রভাবীরা এই অ্যাপের হয়ে প্রচার করেছিলেন।উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বিতর্কে জড়িয়েছিলেন রিয়া। সুশান্তের পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদকযোগ থাকায় গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাবাসে থাকেন তিনি। তার পরেও বিনোদন জগৎ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি।
    'পাপমুক্ত' ছবির নায়ক ও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
    অভিনেতা রাসেল মিয়া ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী এবং জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ( ৬ অক্টোবর) ঢাকার আদালতে এ মামলার আবেদন করেন নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  শাহিন রেজা বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেন রাসেল মিয়া। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করে তিনি। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলেনা জাহাঙ্গীরের 'পাপমুক্ত' ছবির একটি বক্তব্য নেসার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, 'ওযু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামাজ পড়তে পারবে।' তার এ ধরনের বক্তব্য মুসলমানদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যাক্কারজনক। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। রাসেল মিয়া গত ২১ সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবারও কোরআন ছুঁয়ে মিথ্যা বলতে দেখা যায়। এভাবে একাধিকবার কোরআন ছুঁয়ে মিথ্যাকে সত্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায় যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নিদর্শন। ধর্মকে নিজের স্বার্থ ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্ম বিরোধী কথা বলেছেন এবং রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করে সারাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।মামলাটির পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর (রিপন) জানান, ধর্মীয় অবমাননার বিষয়গুলো আমরা একাধিক প্রমাণসহ আদালতে জমা দিয়েছি। আদালত আমাদের প্রমাণের সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য মতিঝিল থানায় তদন্তের আদেশ দিয়েছেন। তদন্ত করার পর আমরা দুই বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করব। যেহেতু এটা ধর্ম আর কোরআন অবমাননাকর সেনসিটিভ একটা বিষয়। সারাদেশের মুসলিম জাতির একটা আবেগের বিষয়। তাই আমরাও চাই সব কিছু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক। তাতে করে অন্য কেউ যেন এই সেনসেটিভ বিষয় নিয়ে ধর্ম ব্যবসায় লিপ্ত না হয়।এদিকে, রাসেল মিয়া বর্তমানে জেল হাজতে থাকলেও বর্তমানে হেলেনা জাহাঙ্গীরের নামে একাধিক মামলা আছে বলে জানা গেছে।
    দেশের জন্য আলো আনবই আমরা: সোহানা সাবা
    ইমেজ-সংকটে অভিনেত্রী সোহানা সাবা। ছাত্র-আন্দোলন বিরোধী 'আলো আসবেই' হোয়াটস অ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য হওয়ায় তোপের মুখে পড়েছেন তিনি। অভিনয়ে দেখা না গেলেও এসব নিয়ে নেতিবাচক চর্চায় থাকেন এ অভিনেত্রী।  রবিবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা, যুদ্ধ জয়ের গল্পে আগামীর আশা জ্বলা। জানি বাধা আসবে, তবু থামব না কোনোদিন, দেশের জন্য আলো আনবই আমরা, সেই দিন।পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে সাবার কমেন্টস বক্সে। সেখানে অভিনেত্রী নিজেও এক কমেন্টে লেখেন, আরও সুন্দর সুন্দর(!) কমেন্ট পোস্ট করুন। অলরেডি ১০জনকে রিপোর্টসহ ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছি। বরশি দিয়ে মাছ ধরার মতো কাজ করে এই কমেন্টসবক্স খোলা রাখাটা!
    মধ্যরাতে বলিউড অভিনেত্রীর বেডরুমে গিয়েছিলেন নায়ক
    বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে 'দ্য মিথ' সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন।অভিনয়ে এখন আর তেমন সরব নন মল্লিকা। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন পরই মুক্তি পাবে এটি। এরই মাঝে তিনি জানালেন, ব্যবসা সফল সিনেমার এক নায়ক মধ্য রাতে তাকে হেনস্তা করতেন। এক ভিডিও সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন মল্লিকা।নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এ ভিডিওতে মল্লিকা বলেন, "দুবাইয়ে বড় একটি সিনেমার শুটিং করছিলাম। সিনেমাটিতে একাধিক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেছেন। মুক্তির পর এটি 'সুপারহিট' সিনেমার তকমা পায়। এতে আমি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছি।"ঘটনার বর্ণনা দিয়ে মল্লিকা শেরাওয়াত বলেন, 'এ সিনেমার নায়ক মধ্য রাতে আমার হোটেল রুমের দরজায় নক করতেন। একবার রাত ১২টা সময়ে দরজায় নক করছিলেন। মনে হয়েছিল, দরজাই ভেঙে ফেলবেন। কারণ সে আমার বেডরুমে আসতে চেয়েছিলেন। আমি বলেছিলাম না, এটা হতে পারে না। এরপর সেই নায়ক আর আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।' তবে মল্লিকা সেই নায়ক কিংবা সিনেমার নাম উল্লেখ করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ায় নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন। একজন দাবি করেছেন- এটি 'ওয়েলকাম' সিনেমা। ২০০৭ সালে মুক্তি পায়। এ সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে কমেডি চরিত্রে দেখা যায় মল্লিকাকে। সিনেমাটির শুটিং দুবাইয়ে হয়েছিল।মল্লিকা অভিনীত পরবর্তী সিনেমা 'ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও'। এতে তৃপ্তি দিমরির বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। রাজ শান্ডিলিয়া পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন- বিজয় রাজ, রাকেশ বেদি, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া, মুকেশ তিওয়ারি প্রমুখ। আগমী ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 
    চলচ্চিত্রে ধান্দাবাজ মানুষই বেশি হয়ে গেছে: বাপ্পারাজ
    আশি ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। বর্তমানে পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।সম্প্রতি গণমাধ্যমের সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানান বিষয় নিয়ে কথা বলেন বাপ্পারাজ। অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।তিনি আরও বলেন, দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না। দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনও কিছু মানুষ আছে, তাদরে কোণঠাসা করে রাখা হয়েছে। আমাদের সিনেমা বানানোর মানুষ দরকার। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলতো। এখানে ধান্দাবাজ মানুষই বেশি হয়ে গেছে।বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না।এবি 
    সিনেমা হলে টিকিট বিক্রি করলেন সৃজিত-দেব
    আর কয়েকদিন পরই কলকাতায় মুক্তি পাচ্ছে  সিনেমা টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। এদিকে তার দুজন মিলে আসন্ন ছবির টিকিট বিক্রি করলেন।বারুইপুরের এসফিএফ সিনেমায় গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। চা খেতে খেতে, আড্ডা দেওয়ার সঙ্গেই মজা করে কাজ করেন তারা দুজন। কখনও দেব, কখনও সৃজিত নিজের হাতে টিকিট বিক্রি করেন। বাদ দেননি অটোগ্রাফ দিতে। সেলফিও তোলেন। এক অনুরাগী তো দেবকে এত কাছ থেকে দেখে রীতিমতো ঝরঝর করে কেঁদে ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগেই অটোগ্রাফ চাইতে শুরু করেন।বর্তমানে টেক্কার গোটা টিম জমিয়ে প্রচার করছেন। সাক্ষাৎকার তো আছেই, ফেসবুক লাইভসহ বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের সঙ্গে সোজাসুজি কথা বলে সংযোগ তৈরি করছেন তারা। করছেন ছবির প্রচার। আগামী রবিবার অর্থাৎ ৬ অক্টোবর তারা গ্লোব সিনেমায় যাবেন। সেখানেই তাদের হাত ধরে নতুন করে পথ চলা শুরু হবে এই সিনেমা হলের।টেক্কা ছবিতে দেবকে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। ইরার চরিত্রে থাকবেন স্বস্তিকা। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। এই ছবিটি ৮ অক্টোবর মুক্তি পাবে। অন্যান্য চরিত্রে থাকবেন সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিক, প্রমুখ। দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি হওয়া ছবিটি আসছে ৮ অক্টোবর। পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।
    প্রেমের গুঞ্জনের পর তিশা আউট, পূজা ইন
    সম্প্রতি তমা মির্জার সঙ্গে রায়হান রাফীর সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরে তানজিন তিশার সঙ্গে এই নির্মাতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যে কারণেই নাকি তিশাকে নিয়ে 'ব্ল্যাক মানি' নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেন রাফী। বেছে নেন পূজা চেরীকে।   শনিবার (৫ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান রাফী নিজেই।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজটির পরিচালক রায়হান রাফি, প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু এবং প্রধান কলাকুশলীরা। অনুষ্ঠানটিতে তারা সিরিজটির পেছনের গল্প এবং শুটিং-এর প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন। ক্যারিয়ার শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে পূজা চেরী পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি।নিজের প্রথম ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি' সম্পর্কে পরিচালক রায়হান রাফি বলেন, "সিরিজটিতে একই সাথে ড্রামা, অ্যাকশন ও কমেডি থাকবে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। ইতোমধ্যে প্রি- প্রোডাকশন শেষ হয়েছে। আমরা শুটিং শুরু করতে যাচ্ছি।” তিনি আরও জানান, সিরিজটির প্রতিটি পর্বে থাকবে ভরপুর সাসপেন্স, যা শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখবে।"   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসান এবং অন্যান্য শিল্পীরা। তারা তাদের চরিত্র সম্পর্কে আলোচনা করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু বলেন, "এই চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং এবং আমি আশা করি দর্শকরা কাজটি পছন্দ করবেন।" পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বঙ্গ'র হেড অভ কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার।
    আসিফ নজরুলকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় সোহানাকে শাওনের খোঁচা
    ধারাবাহিকভাবে বিগত কয়েকদিনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করছেন। ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব হচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। দেশের বর্তমান পরিস্থিতি, অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে পরোক্ষভাবেই একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তিনি।অনেকটা ‘খোঁচা’ দেওয়ার মতোই স্ট্যাটাসগুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশন জুড়ে দিচ্ছেন এই অভিনেত্রী। যেখানে সোহানা সাবা উল্লেখ করেছেন, তিনি আজকাল আসিফ নজরুলের ‘ভক্ত’ হয়ে গেছেন। কয়েকদিন আগেই আসিফ নজরুলের পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করে সোহানা সাবা লেখেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’সেই পোস্টের কমেন্টবক্সে এসে মন্তব্য করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার!শাওন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক।সে কারণেই শনিবার (৫ অক্টোবর) দুপুরে শাওনকে উদ্দেশ্য করে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা যায় সোহানা সাবাকে। যেখানে এই অভিনেত্রী লেখেন, চীনের দুঃখ হোয়াংহো, আমার মেহের আফরোজ শাওন আপুর মেয়ের জামাই (আসিফ নজরুল) ওরফে স্যারের দুঃখ তার পুরোনো ফেসবুক স্ট্যাটাস।ওই পোস্টের মন্তব্যঘরে এসে শাওন আবার সোহানা সাবাকে মনে করিয়ে দেন, তুই কিন্তু খালা শাশুড়ি, হুমমম।ব্যক্তিজীবনে সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন দুজনেই বেশ ভালো বন্ধু। সে জায়গা থেকেই নানা খুনসুটিতে মেতে ওঠেন দুই অভিনেত্রী। যা ভক্তরাও বেশ উপভোগ করেন আবার কখনো সমালোচনাতেও মেতে ওঠেন।এবি 
    ‘চাঁদনী’ জুটির সুখী জীবনের তিন দশক পার
    আজ থেকে ৩৩ বছর আগে মুক্তি পায় ‘চাঁদনী’ নামে একটি সিনেমা। এটি দিয়েই সিনেমার রঙিন দুনিয়ায় অভিষেক ঘটে নাঈম ও শাবনাজের। সেই থেকে শুরু। এরপর জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন তারা। পর্দা থেকে ব্যক্তি জীবনেও বেঁধেছেন জুটি। দুই মেয়েকে নিয়ে তাদের দাম্পত্য জীবনও বেশ সুখের। আজ নাইম শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩১ বছরে পা রেখেছেন। ১৯৯৪ সালেরই ৫ অক্টোবর শাবনাজকে বিয়ে করেন নাঈম। মূলত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে।এই প্রসঙ্গে নাঈম বলেন, এ সিনেমায় শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। সেই তখন থেকে আজ অবধি তাকে আমি ময়না বলেই ডাকি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা বেশ ভালো আছি। তার দরবারে লাখ লাখ শুকরিয়া তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ যেন বাকী জীবন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন।শাবনাজ বলেন, নাঈমের মতো পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সুখে দুঃখে যেমন সে সবসময় পাশে থেকেছে, আমিও তার সুখে দুঃখে পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি।তিনি বলেন, দুই মেয়েকে নিয়েই আমাদের যতো স্বপ্ন এখন। ওদের জন্যই সবার কাছে দোয়া চাই, আর পরম শ্রদ্ধা রইলো আমাদের প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধেয় এহতেশাম স্যার’সহ আমাদের সকল সিনেমার পরিচালকদের প্রতি।উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিলো এহতেশাম পরিচালিত নাঈম-শাবনাজের প্রথম সিনেমা ‘চাঁদনী’। এরপর ‘সোনিয়া’, ‘দিল’, ‘বিষের বাঁশি’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘লাভ’ সিমোগুলো দিয়ে জুটি হিসাবে প্রতিষ্ঠা পান তারা।এমআর

    Loading…