এইমাত্র
  • ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?, প্রশ্ন পরীমণির
  • বাংলা একাডেমি পুরস্কারের নামের তালিকা স্থগিত
  • জন সম্পৃক্ত এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে: উপদেষ্টা ফারুক
  • কাঁচা শাক-সবজি খেয়েই ১০ বছর ধরে বেঁচে আছেন ‘সিরাজী’
  • মহিলা লীগ নেত্রী পাখি গ্রেফতার
  • নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা
  • মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ: নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক
  • বিএনপি দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে হাল ধরেছে: নাজমুল হাসান অভি
  • ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা
  • রাব্বি হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম অন্যথায় থানা ঘেরাও
  • আজ রবিবার, ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

    বিনোদন

    হেফাজত ইসলামীর বাঁধায় টাঙ্গাইলে আসতে পারলেন না পরীমনি!
    টাঙ্গাইলের কালিহাতীর অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণির আসার কথা ছিল। এ খবরে তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষার প্রহরও গুনছিলেন। তার এ আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন হেফাজতে ইসলামসহ  স্থানীয় মুসুল্লিরা। সপ্তাহ দুয়েক ধরে বিষয়টি নিয়ে চলে আলোচনা-সমালোচনা। একপর্যায়ে পরীমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল।এ অবস্থায় চাপের মুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ হারল্যান স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল।স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত দুই-তিন ধরে  হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আসতে পারে সে ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরীমণির উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ব্যাপারে থানা পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন মুসল্লি। এদিকে শোরুমটির উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল, এলেঙ্গায় ততই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছিল। একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।শোরুমটির মালিক মীর মাসুদ রানা জানান , ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছে। হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরীমণি আসলে নাকি সমস্যা হয়। স্থানীয় বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুলিশ আমাদের আপাতত অনুষ্ঠানটি করতে নিষেধ করেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে তাদের (ধর্মপ্রাণ মুসল্লি) প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে ফেসবুকে দেখেছি তাদের কর্মসূচিটিও বাতিল করেছে।’,‘১০-১২ দিন ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি।’   এদিকে, গত (শুক্রবার) হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারলেন শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমণি) আসার কথা ছিল। এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। যার প্রেক্ষিতে শুক্রবার সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুদ) ভাইয়ের সঙ্গে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শনিবারের প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিষয় নিয়ে আর কোনও আলোচনা-সমালোচনা বা মজলিস কায়েম (কর্মসূচি) না করার জন্য সকল ইমাম, আলেম-ওলামা ও মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ করছি।’ কালিহাতি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ‘হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।এমআর
    ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?, প্রশ্ন পরীমণির
    টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় প্রসাধন ও অন্যান্য সামগ্রীর একটি কোম্পানির বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। যেই বিক্রয়কেন্দ্র চিত্রনায়িকা পরীমণির উদ্বোধন করার কথা ছিল। তবে হেফাজতে ইসলামের হুমকির মুখে বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এবার মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেন,‌ ‌'এতো চুপ করে থাকা যায় নাকি। পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel (অনিরাপদ বোধ) হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা।'শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এক প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন তিনি।তিনি আরও লিখেন, 'মেহজাবীন, পড়শী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা। কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে।'পরীমণি লিখেন, 'তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা। এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।'
    ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা
    ইসলামের টানে অভিনয় ছেড়েছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি দেশের বিভিন্ন গণমাধ্যমেও খবর আসে ইসলামের টানে অভিনয় ছেড়েছেন এ অভিনেতা। তবে আজ  শনিবার(২৫ জানুয়ারি) সময়ের কণ্ঠস্বরকে তামিম জানান, তিনি মিডিয়া ছাড়ছেন না। তিনি বলেন, 'আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন। একই ঘটনা আমার বিয়ের আগে ঘটেছিল। যার যা ইচ্ছে তাই পোস্ট দিয়েছিল। আপনি প্রথম যে আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, আসলেই মিডিয়া ছাড়ছি কিনা! ' এদিকে সামাজিক মাধ্যমে ইসলামের টানে অভিনয় ছেড়েছেন বিষয়টি জানিয়েছেন তার বড় ভাই সাকিব এম তালহা।  তিনি লিখেছেন, 'আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।' এ প্রসঙ্গে তামিম মৃধার বক্তব্য, 'সে আমার ভাই। ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। কিন্তু নিউজ করার আগে আপনি ছাড়া কেউ কথা বলার প্রয়োজন বোধ করেনি। তামিম বলেন, 'দ্য মেসেজ পডকাস্ট' নামে আমি একটি পডকাস্ট চ্যানেল চালু করেছি। যেখানে ইসলামের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা হয়। ইয়ুথদের ঘিরে ইসলাম নিয়ে যে মিস কনসেপশন রয়েছে সেগুলো আলোচনা হচ্ছে । '  তিনি বলেন, গত সাত-আট মাস ধরে রিসার্চ করে এই শো-টি শুরু করেছি। এজন্য মেইনস্ট্রিম মিডিয়া ছেড়ে 'ইসলামের ছায়ালতে' এসেছি এমন কোনো বক্তব্য কোথাও বলিনি। যে পডকাস্ট করছি এটা যেমন ভালো কাজ, তেমনি আগামীতে যদি ভালো স্ক্রিপ্ট আসে তাহলে অভিনয় করতে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। মিডিয়া ছাড়ছি কিনা বিষয়টি এমন প্রশ্ন যে, আমি ভাত খাই। এখন ভাত খাওয়া ছেড়ে দেব কিনা? তামিম জানান, মন মতো স্ক্রিপ্ট না আসায় কোভিডের পর থেকে তুলনামূলক অভিনয় কমিয়ে দিয়েছেন। মনোযোগ বাড়িয়েছেন চাকরী ও ব্যবসায়। তামিম বলেন, ব্যাটেবলে মিললে আগামীতে কাজ করবো। এর পাশাপাশি আমি কনটেন্ট বানাবো, ব্র্যান্ড এনডোর্স সবকিছুই করবো।এছাড়া আমার সোশ্যাল প্ল্যাটফর্মে কোরআন ও সুন্নাহর আদর্শকে মাথায় রেখে ভালো ভালো কনটেন্ট নিয়ে কাজের চেষ্টা অব্যাহত রাখবো।
    আইটেম গানে শুট করে বাসায় গিয়ে মার খেয়েছিলাম: চিত্রনায়িকা ববি
    ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। একটা সময় মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করে দর্শকের নজরে আসেন এই নায়িকা। বর্তমানে দর্শকদের কাছে ববির পরিচয় কখনো লেডি অ্যাকশন স্টার, আবার কখনো বিজলি। কিন্তু ববির ক্যারিয়ারে এমন অবস্থানে আসার পেছনের গল্প খুব একটা সুখকর ছিল না। যেমন- ইন্ডাস্ট্রিতে ছিল নানান প্রতিকূলতা, আবার ছিল না কোনো পারিবারিক সহায়তাও। সব মিলিয়ে নিজের মতো করে, নিজের চেষ্টায় নিজের মাটি শক্ত করেছেন এই নায়িকা।সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে নানান আক্ষেপের কথা জানালেন ববি। নায়িকা জানালেন, তার বাবার পছন্দের কিছু ছবি করার ইচ্ছে রয়েছে তার। সেগুলো এখনো তিনি করেননি। তাই রয়েছে নানান আক্ষেপ ও ক্ষুধা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসাতে ঘোর আপত্তি ছিল ববির মায়ের। এই নায়িকার মা মনে করতেন, মেয়ে এভাবে সিনেমা করলে অভিভাবক হিসেবে সম্মানহানি হবে তার। ফলে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্তও এক রকম নিয়ে ফেলেছিলেন ববির মা।ক্যারিয়ারে নিজের কাজের আক্ষেপ নিয়ে ববি বলেন, 'আমি বাবার সঙ্গে বেশ কিছু ছবি দেখে বড় হয়েছি। যেমন দীপু নম্বর টু, শাবানা আজমির আর্ট, উত্তম সুচিত্রার ছবি-যা বাবার খুব পছন্দ। আমি চাচ্ছি এখনো কিছু কাজ করব। অনেকে বলেন আমি সাকসেসফুল হিরোইন- এখন অন্যকিছুর চেষ্টা কর। কিন্তু আমার মনে যে খিদা রয়ে গেছে, আমি কিছু গল্প করতে চাই আমার বাবার জন্য। আমার ছবি অডিয়েন্স পছন্দ করেছে, আই রেস্পেক্ট দ্যাট। কিন্তু কমার্শিয়াল ছবিও ইন্ডাস্ট্রিতে থাকতে হয়, সেটা অনেক পরে বুঝেছি। আমি কাজ করেছি, চোখ মুখ বন্ধ করে। তবে ইন্ডাস্ট্রিতে এমন বাজে সময়ে এসেছি, তাই খুব গর্ব হয়। আবার তখন পরিবার থেকেও ১ শতাংশ সাপোর্ট পাইনি।' ক্যারিয়ার নিয়ে পরিবারে কতটা খারাপ সময় কেটেছে তার, তা তুলে ধরে  এ নায়িকা বলেন, 'একটা সময় অনেক বাজে সময় আমি পার করেছি। মায়ের সঙ্গে আমার যে লড়াইটা চলেছে কাউকে ভাষায় বলার মতো না। আমার কিছু কোল্ড জুয়েলারি, ক্রেস্ট ও কিছু ক্যাশ আমি বাসায় এনে দিয়েছিলাম। আমার মা এসব দেখে ছুঁড়ে ফেলেন। বাইরেও পলিটিক্সের শিকার হয়েছি, বাসায় এসে চড়ও খেয়েছি, যেমন আমি দেহরক্ষী আইটেম গানে শুট করে বাসায় গিয়ে মার খেয়েছিলাম।'ববি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা 'ময়ূরাক্ষী'। গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি। এ সিনেমা নিয়ে হতাশার কথাও গণমাধ্যমকে তখন জানিয়েছিলেন তিনি। সিনেমায় অভিনীত চরিত্রের ব্যাপ্তি নিয়ে হতাশ কি না- এমন প্রশ্নের জবাবে ববি বলেছিলেন, 'শুধু আমি নই, দর্শকও হতাশ। অনেক দর্শকই বলেছেন আমার চরিত্রটির আরও ব্যাপ্তি প্রয়োজন ছিল। এটা তো একজন সিনেমার নায়িকার গল্প নিয়ে বানানো সিনেমা। অথচ সেই নায়িকার চরিত্রটিই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। গল্পটা যাকে নিয়ে, তাকেই যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়।' ছবির ব্যর্থতাকে কেন্দ্র করে নির্মাতার সঙ্গে দ্বন্ধেও জড়িয়ে ছিলেন এই নায়িকা। 
    সিনেমায় আর কখনো অভিনয় করব না: পড়শী
    একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে সর্বমহলে পরিচিতি লাভ করেন সাবরিনা পড়শী। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। বর্তমানে স্টেজ শো ও নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার। এদিকে, গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় পড়শীকে। কাজ করেছেন বেশ কিছু নাটকে। শুধু তাই নয় শাকিব খানের সঙ্গে তাকে দেখা গিয়েছে বড় পর্দাতেও। সিনেমায় আবার কবে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন, 'সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয়। আমি আসলে শাকিব ভাইয়ার সঙ্গে একটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটাকে পুরোপুরি সিনেমায় অভিনয় বলা যাবে না। আমার কাছে সেটাকে মিউজিক ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে।' পড়শীর আরও বলেন, 'সিনেমায় আর কখনো অভিনয় করব না। কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয়, সঙ্গে লাগে প্যাশনও। আমার দুটির কোনোটিই তেমন নেই। আর একটা বিষয়- সিনেমা করতে অনেক সময় দরকার। সেটা পাঁচ-ছয় মাস বা এক বছর। এত সময় আমি দিতে পারব না। আমি যেহেতু গানের মানুষ, তাই গানেই বেশি থাকতে চাই।'  গেল বছর বিয়ের পিঁড়িতে বসেছেন এই সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এক বছর পর রবিবার (১২ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন পড়শী। 
    আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, থাকছে দেশের ব্যান্ড ও শিল্পীরাও
    বর্তমান সময়ে মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য পরিচিত পাকিস্তানি ব্যান্ড কাভিশ। 'নিন্দিয়া রে', 'বাচপন' এবং 'তেরে প্যায়ার ম্যা'সহ তাদের একাধিক জনপ্রিয় গান দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে এক অন্যরকম উচ্চতা এনে দিয়েছে ব্যান্ডটি। শুক্রবার(২৪ জানুয়ারি) সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এক জাদুকরী সন্ধ্যা। কারণ, পাকিস্তানের জনপ্রিয় এই ব্যান্ডটি প্রথবারের মতো দেশের মাটিতে পারফর্ম করবে। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ডটি। 'ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট'র আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস এমনটাই জানিয়েছে।তারা আরও জানায়, আমরা 'কাভিশ'কে ঢাকায় আনার সুযোগ পেয়ে খুবই আনন্দিত এবং এমন একটি সন্ধ্যার আয়োজন করছি যেখানে দেশি এবং আন্তর্জাতিক শিল্পীরা একসাথে সঙ্গীত উদযাপন করবেন। কাভিশের পাশাপাশি লেভেল ফাইভ, আরমীন মুসা, অর্ণব, সুনিধি নায়েক এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য দর্শকদের মাতাবেন।আরও পড়ুন- ভালোবাসার সংজ্ঞা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়: সেমন্তী সৌমি'ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্টটি'র ভেন্যুতে গেট খোলা হবে বিকেল ৩টায়। সন্ধ্যা ৬টার পর আর কেউ প্রবেশ করতে পারবেন না।১৯৯৮ সালে জাফর জায়েদি এবং মাআজ মাওদুদ-এর হাত ধরে গঠিত কাভিশ ব্যান্ড। তাদের সেমি-ক্ল্যাসিকাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। দলটির প্রথম অ্যালবাম 'গুনকালি', যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে 'মোরে সাইয়া', 'নিন্দিয়া রে', 'ফাসলে' ইত্যাদি।
    বাফুফের অনুষ্ঠানের মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ কাণ্ডে নিজের নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে রয়েছে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অ্যামপিউটি ফুটবল উৎসব ‘তারুণ্যের উৎসব ২০২৫’ -এ যেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল। আর এখানে আশনা হাবিব ভাবনাকে বাফুফের অনুষ্ঠানের মধ্যমণি করে ডাকা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফের ফেসবুক পেজ থেকে ভাবনাকে ট্যাগ করে অ্যামপিউটি ফুটবল উৎসবের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন ভাবনা। সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ভাবনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করেছেন। একজনের ভাষ্য, ‘আলো আসবেই গ্রুপের অন্যতম শয়তান ভাবনাকে নিয়ে পুরস্কার দেয়া হচ্ছে। আমাদের কি ভুলে যাওয়ার রোগ হয়েছে? তরুণদের উপর গরম পানি ছুড়ে মারা সহ আওয়ামী পান্ডাদের সমর্থনে তার ভূমিকা আমাদের ভুলে যাওয়া চলবে না।’এ বিষয়ে জানার জন্য ভাবনার সঙ্গে যোগাযোগের জন্য একাধিক বার মুঠোফোনে কল দেওয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি। এফএস
    বাবার জানাজা থেকে শিল্পী মনির খান ও তার ছেলের মোবাইল চুরি
    জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তাঁর বাবার জানাজায় নিজের আইফোন হারিয়েছেন। বুধবার বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তাঁর বাবা মো. মাহবুব আলী খানের (১০১) জানাজা হয়। বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।মনির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। জানাজা থেকে কোনো অসাধু লোক আমার ফোনটা চুরি করে নেবে, এই চিন্তা মাথায় ছিল না। একই সঙ্গে আমার ছেলের মোবাইলও চুরি হয়েছে। আমার গ্রামীণফোনের সিমটা অনেক পুরোনো। আমি এখন পর্যন্ত ফোন দুটি উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালাইনি। তবে কিছু জায়গায় ইনফরমেশন দিয়েছি।মনির খান আরও বলেন, ‘দেশবাসীকে বলব, আমার চুরি যাওয়া নম্বর থেকে ফোন করে কোনো অর্থ চাওয়া হলে বা কোনো অসৎ কাজে ফোন করা হলে সবাই যেন সতর্ক থাকবেন। মোবাইল ফোন উদ্ধার হলে আপনাদের জানাব।’এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এফএস
    ভালোবাসার সংজ্ঞা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়: সেমন্তী সৌমি
    অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি সম্প্রতি এক সাক্ষাৎকারে ভালোবাসার প্রকৃতি ও তার বহুমাত্রিকতাকে নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, ভালোবাসা এমন একটি অনুভূতি যা মন থেকে আসে এবং এর মধ্যে কোনো ধরনের বাঁধাধরা নিয়ম বা সামাজিক কাঠামো থাকা উচিত নয়।সেমন্তীর কথায়, 'সমকামিতাকে আমি খারাপ চোখে দেখি না। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে, এটাই যে সবসময় হবে-তা নয়। একটা ছেলে আরেকটা ছেলেকে ভালোবাসতে পারে, একটি মেয়ে আরেকটি মেয়েকে ভালোবাসতে পারে। অনেকেই এটি সমকামিতা বলে বিবেচনা করেন এবং এর বিপক্ষে থাকেন। তবে আমি এর পক্ষে। ভালোবাসার সংজ্ঞা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মন থেকে আসে।'  তার বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি ভালোবাসার বৈচিত্র্য এবং সমানাধিকারের পক্ষে। তিনি আরও বলেন, 'ভালোবাসা সবসময় শারীরিক আকর্ষণের ওপর নির্ভর করে না। এটি একটি মানসিক সংযোগ, যা মানুষকে একে অপরের কাছাকাছি আনে।' সেমন্তীর এই  বক্তব্য সমাজের প্রচলিত চিন্তাধারার বিপরীতে দাঁড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি মনে করেন, ভালোবাসাকে সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত করা উচিত নয়। এটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত এবং মানবিক অনুভূতি, যা কোনো জাত, লিঙ্গ বা সম্পর্কের ধরন দ্বারা সংজ্ঞায়িত হওয়া উচিত নয়। 
    সাইফের ওপর হামলাকাণ্ডে মহারাষ্ট্রে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
    ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র সরকারকে রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে এক চিঠির মাধ্যমে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মহারাষ্ট্রের মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর এক বাংলাদেশির হামলার ঘটনায় শিবসেনার উপনেতা রাহুল রমেশ শেওয়াল উদ্বেগ প্রকাশ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবসেনার উপনেতা ও সাবেক সংসদ সদস্য শেওয়াল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানান। তার আহ্বানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছে।শিবসেনা দলীয় সংসদ সদস্য মিলিন্দ দেওরা রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে লেখা এক চিঠিতে রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন মিলিন্দ দেওরা।অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশি জড়িত বলে মুম্বাই পুলিশ দাবি করার পর রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সেখানকার বিরোধী দলগুলো। মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছে শিবসেনা (ইউবিটি) ও কংগ্রেস।গত ১৬ জানুয়ারি মুম্বাই নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। মুম্বাই পুলিশ বলেছে, ওই দিন স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সাইফ আলি খানের বাসায় ঢুকে পড়েন শরিফুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি। পরে সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বলিউডের এই অভিনেতাকে ছুরিকাঘাত করেন তিনি। এতে তার শরীরে অন্তত ছয়টি জখম হয়।রোববার ভোরের দিকে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় ডাকাতির উদ্দেশে সাইফ আলি খানের বাড়িতে গভীর রাতে হানা দেওয়ার তিন দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল, শারদ পাওয়ার ও সঞ্জয় রাউত-সহ বিরোধী নেতারা মহারাষ্ট্র সরকারের কঠোর সমালোচনা করেন। তারা দাবি করেন, মুম্বাই আর নিরাপদ নয়, এমনকি তারকাদের জন্যও।এবি 
    শুরু হচ্ছে পারিবারিক বিনোদনের শো, উপস্থাপনায় তাহসান খান
    জনপ্রিয় শো 'ফ্যামিলি ফিউড' নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। টানটান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনের এ শো'র উপস্থাপনায় থাকছেন তাহসান রহমান খান। ২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর শো-টি দেখা যাবে বঙ্গ অ্যাপে।  এ নিয়ে বুধবার (২২ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করে অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ শুরু হচ্ছে। অনুষ্ঠানটি সব বয়সী দর্শকদের স্মরণীয় ও আনন্দময় কিছু মুহূর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।এ অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে সম্পূর্ণ নতুন ভূমিকায় হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। সঙ্গে থাকছে তার চিরচেনা আকর্ষণ ও উষ্ণতা। তাহসানের এমন রূপ দর্শকরা আগে কখনো দেখেননি, খেলতে আসা পরিবারগুলোর সদস্যদের সাথে খুব সহজেই মিশেছেন, তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন, জেনে নিয়েছেন তাদের গল্পগুলো। আর পুরো পর্বজুড়েই তাকে দারুণ উচ্ছ্বসিত দেখা গেছে। মঞ্চে নিজস্বতা ধরে রেখে দর্শকদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতার গাঁথুনি গেঁথেছেন তিনি। তাহসান বলেন, বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ফ্যামিলি ফিউড। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।তিনি বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এই শো-টি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট ৩টি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সঙ্গে থাকছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে 'ফাস্ট মানি' নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে- আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট। আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা, যা অনুষ্ঠানটিতে যোগ করবে বিনোদনের নতুন মাত্রা।
    নায়িকার মন রাখতে বরফে ডিগবাজি জায়েদ খানের
    ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে। এরপর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল জায়েদ খানের ডিগবাজি। এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে।এবার নায়িকার অনুরোধে যুক্তরাষ্ট্রে বরফের মাঝে ডিগবাজি দিলেন জায়েদ খান৷ বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই। একইসঙ্গে ঘটনার সময়কার একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন সামাজিকমাধ্যম ফেসবুকে।এর ক্যাপশনে জায়েদ খান লেখেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজী দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজী দিয়ে ফেললো। জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফে ডিগবাজি দেন জায়েন খান৷ এসময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে সাক্ষী হিসেবে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম। মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই শোবিজের এই তারকারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদ খানকে। তবে গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এ অভিনেতা। এরপরও থেমে থাকেননি তিনি৷ সুস্থ হয়ে আবারও ফিরেছেন সিগনেচার স্টাইলে।এবি 
    তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ
    দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ।যেখানে তিনি পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।এফএস
    হলিউডে অভিষেক হতে যাচ্ছে দিশা পাটানির
    ভারতের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও রয়েছে তার খ্যাতি। ২০১৫ সালে পুরি জগন্নাথের পরিচালিত 'লোফার' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বি-টাউনে অভিষেক হয় তার। এরপর একাধিক সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেন এ সুন্দরী। তবে এবার ভক্তদের চমকে দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন দিশা।সম্প্রতি 'হলিগার্ডস' নামক হলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করছেন দিশা পাটানি। যেখানে তিনি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের অভিনেতা টাইরেস গিবসন ও হ্যারি গুডউন্সের বিপরীতে অভিনয় করছেন। বর্তমানে তারা মেক্সিকোর দুরাঙ্গতে শুট করছেন। এরই মধ্যে সিরিজটির বিহাইন্ড দ্য সিনের কিছু ছবি প্রকাশ পেয়েছে ইন্টারনেট দুনিয়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায়, অভিনেতা-অভিনেত্রী প্রাণবন্তভাবে ক্যামেরায় ধারণ করা তাদের অভিনয় প্রিভিউ করছেন।দিশার হলিউডের এ সিরিজটি তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। পাশাপাশি তিনি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন, যা জনপ্রিয় ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির সিনেমা। আহমেদ খান পরিচালিত এ চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে চলতি বছর।
    কাজ বা জুটি নিয়ে ভাবনা নেই অভিনেত্রী তাসনুভা তিশার
    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। মোস্তফা কামাল রাজের 'লাল খাম বনাম নীল খাম' নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান। এরপর দক্ষতা দিয়ে দর্শক মন জয় করেছেন। এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা অভিনয় প্রসঙ্গে বলেন, 'ক্যারিয়ারে আমি একটু এলোমেলো। প্ল্যান করে বাইরে কোথাও যাওয়া হয় না। কাজ বা জুটি নিয়ে ভাবি না। গল্প ভালো লাগলে করে ফেলি। নতুন এই জেনারেশনের অনেক পজেটিভ ব্যাপার আছে, যা শেখার মতো- বলেন তিশা।'   তিনি আরও বলেন, 'এর সঙ্গে কাজ করবো ওর সঙ্গে কাজ করবো, এরকম আক্ষেপ নেই আমার । ইয়াশ রোহানের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল তো অনেক আগেই পূরণ হয়েছে। ২০২১ সালে আমরা নেটওয়ার্কের বাইরে প্রথম কাজ করেছি তারপর দুইটি ফিকশন করেছিলাম এদিকে ২০২৫ এ আমাদের আবার কাজ করা হচ্ছে যেটা নতুন বছরে আমার প্রথম কাজ।'  

    Loading…