এইমাত্র
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • ট্রেন চলাচলের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ে
  • এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪

    চুয়াডাঙ্গায় হু‌ন্ডির টাকা পাচা‌রের মামলায় একজন আটক

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:৪৯ এএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:৪৯ এএম

    চুয়াডাঙ্গায় হু‌ন্ডির টাকা পাচা‌রের মামলায় একজন আটক

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:৪৯ এএম

    শামসু?জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি?নি?ধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে হুন্ডির (অবৈধ পথে টাকা পাচার) মাধ্যমে পাচার হয়ে আসা প্রায় ৫০ লাখ টাকা জব্দ ক?রে বি?জি?বি। এই টাকা জব্দের মামলার এজাহার না?মিয় একমাত্র আসামী আ?তিয়ার রহমান (৩৫ ) কে আটক ক?রে?ছে পু?লিশ।

    মুন্সিপুর মাঝের পাড়ার গরীব উল্লাহর ছেলে আতিয়ার রহমান। শনিবার (২১জানুয়া?রি) বিকাল আনুমানিক ৪টার দিকে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

    মামলার তদন্তকা?রি কর্মকর্তা দামুড়হুদা ম?ডেল থানার (ও?সি তদন্ত) মো শফিকুল ইসলাম বলেন, গত সোমবার (১৬ জানুয়া?রি) রাত ৮ দি?কে মু?ন্সিপুর বিও?পির বি?জি?বি সদস?্যরা হু?ন্ডির মাধ?্যমে পাচার হয়ে আসা ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ ক?রে। ওই টাকা পাচা?রের সাথে জ?ড়িত পলাতক আসামী আ?তিয়ার রহমানের বিরু?দ্ধে ?বি?জি?বি বা?দি হ?য়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গত মঙ্গলবার (১৭ জানুয়া?রি) মামলা দা?য়ের ক?রেন। মামলা নং ১১ তা?রিখ: ১৮/০১/২৩।

    ও?সি তদন্ত আ?রো জানান, গোপনসূ?ত্রে সংবাদ পে?য়ে এই মামলায় পলাতক আসামী মু?ন্সিপুর গ্রা?মের মা?ঝের পাড়ার গরীব উল্লাহর ছেলে আতিয়ার রহমানকে শ?নিবার বি?কে?লে আটক করা সম্ভব হ?য়ে?ছে। আ?তিয়ার এলাকার চিহৃত চোরাকারবা?বি। তার বিরু?দ্ধে ই?তিপূ?র্বে চুয়াডাঙ্গা সদর থানায় ভারতীয় শা?ড়ি পাচা?রের এক?টি মামলা র?য়ে?ছে।

    উ?ল্লেখ?্য; মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ৬ বিজিবি পরিচালক শাহ মোঃ ইশতিয়াক (পিএসসি) জানান, সোমবার রাত ৮ টার দিকে পাচার হয়ে আসা থেকে সদস্যরা নায়েব সুবেদার মোঃ আলা উদ্দিন এর নেতৃত্বে রাত্রীকালীন সশস্ত্র টহল দল সীমান্ত মেইন পিলার ৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামের এমপির ঘাট নদীর পাড় নামক স্থানে দুইজন অজ্ঞাত ব্যাক্তি দুইটি প্লাষ্টিকের ব্যাগ বহন করে ভারত হতে বাংলাদেশে আগমন করছে। উক্ত অজ্ঞাত ব্যক্তিদ্বয় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।

    বিজিবি সশস্ত্র টহল দল দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল তাদেরকে ধাওয়া করলে তারা সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগ দুটি ফেলে দৌড়ে ভারতে পালিয়ে যায়। কুয়াশা এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে উল্লেখিত অজ্ঞাত ব্যক্তিদ্বয় দৌড়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

    পরে বিজিবির টহল দল পড়ে থাকা প্লাষ্টিকের ব্যাগ দুইটি জব্দ করে তল্লাশি করে বাংলাদেশী নগদ ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…