এইমাত্র
  • চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
  • লক্ষ্মীপুরে গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগি ভর্তি
  • জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কট করলো সাংবাদিকরা
  • তীব্র তাপদাহে রাতের আঁধারে ধান কাটছে কৃষক
  • ফুলবাড়ীতে বৃষ্টির জন্য নামাজ আদায়
  • সিরাজগঞ্জে মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫
  • জয়পুরহাটে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
  • আরও তিনদিনের জন্য হিট অ্যালার্ট জারি
  • ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজে কাঁদলেন হাজারো মুসল্লি
  • পা দিয়েই সব কাজ করে ঝিনাইদহের শিশু হাসান
  • আজ বৃহস্পতিবার, ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪
    খেলা

    সাকিবের রেকর্ড গড়া ম্যাচে টাইগারদের জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১১:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১১:১১ পিএম

    সাকিবের রেকর্ড গড়া ম্যাচে টাইগারদের জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১১:১১ পিএম
    বাংলাদেশ দল

    সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য ও ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকের ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫০ রানে জিতেছে টাইগাররা। আর এ জয়ে সিরিজে হোয়াইটওয়াশও এড়াল তামিম ইকবালের দল।

    ৪ উইকেট পাওয়া সাকিব প্রথম বাংলাদেশে হিসেবে ওডিআইতে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। আর পুরো বিশ্ব মিলিয়ে ১৪তমস্থানে রয়েছেন।

    আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। জবাবে ৪৩.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

    ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু পায় ইংল্যান্ড। ৯ ওভারে দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট ৫৪ রান তুলে ফেলেন। তবে নবম ওভারের শেষ বলে ফিল সল্টকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হওয়া সল্ট ২৫ বলে ৭টি চারে ৩৫ রান করেন।

    পরের ওভারে নতুন ব্যাটার ডেভিড মালানকে শূন্য রানে সেই মাহমুদউল্লাহর ক্যাচ বানান পেসার এবাদত হোসেন। ১১তম ওভারে আরেক ওপেনার জেসন রয়কে ব্যক্তিগত ১৯ রানে সরাসরি বোল্ড করেন সাকিব।

    দলীয় শতকের পর চতুর্থ উইকেট হারায় ইংলিশরা। মেহেদী হাসান মিরাজের বলে ব্যক্তিগত ২৩ রানে ফেরেন স্যাম কারান। জেমস ভিন্সের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন কারান। ২৭তম ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে ৩৮ রান করা জেমস ভিন্সকে ফেরান সাকিব। পরের ওভারে নতুন ব্যাটার মঈন আলীকে বোল্ড করেন এবাদত।

    দলীয় ১৫৮ রানে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে ব্যক্তিগত ২৬ রানে এলবি করে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। আদিল রশিদকেও (৮) তাইজুল আউট করেন। ইংলিশ অভিষিক্ত রেহান আহমেদকে বিদায় করে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছান সাকিব। সফরকারীদের শেষ ব্যাটার হিসেবে ক্রিস ওকসকে ব্যক্তিগত ৩৪ রানে নিজের ক্যাচে মাঠ ছাড়া করান মোস্তাফিজুর রহমান।

    বাংলাদেশ বোলারদের মধ্যে ১০ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন সাকিব। তাইজুল ও এবাদত ২টি করে উইকেট নেন।

    টস জিতে এর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। তাদের দুজনকেই তুলে নেন পেসার স্যাম কারান। প্রথম ওভারের পঞ্চম বলে শূন্য রানে কারানের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন লিটন। আর তৃতীয় ওভারের শেষ বলে ৬ বলে ১১ করে জেমস ভিন্সকে ক্যাচ দেন অধিনায়ক তামিম।

    নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। তবে দলীয় ১১৫ রানে রান আউটের শিকার হন শান্ত। ৭১ বলে ৫টি চারে ৫৩ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। জুটিতে তারা ১২৮ বলে ৯৮ রান তোলেন।

    রশিদ খানের পরপর দুই ওভারে বোল্ড হন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৯৩ বলে ৬টি চারে ৭০ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি। আর ৮ রানে ফেরেন মাহমুদউল্লাহ।

    এরপর দলীয় দুশর পর ক্রিস ওকসের বলে ব্যক্তিগত ১৫ রানে মাঠ ছাড়েন আফিফ হোসেন। আর তাইজুল ইসলামকে নিজের ক্যাচে ফেরান জোফরা আর্চার। আর্চারের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার মাত্র ৭১ বলে ৭টি চারে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। এটি তার ওয়ানডের ৫২তম হাফসেঞ্চুরি।

    ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জোফরা আর্চার। দুটি করে উইকেট দখল করেন স্যাম কারান ও আদিল রশিদ।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…