এইমাত্র
  • তালেবানের চোখ এড়িয়ে অলিম্পিকে মানিজা
  • পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা
  • বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা মর্মাহত: কানাডা হাইকমিশন
  • দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার
  • সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি
  • অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • মোবাইল ডাটা চালুর বিষয়ে বৈঠক রবিবার
  • ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • নতুন নির্বাচনের দাবি ড. ইউনূসের
  • সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    শিক্ষাঙ্গন

    জবি শিক্ষার্থীদের উপর হামলা: গ্রেফতার ৮

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১১:৪০ এএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১১:৪০ এএম

    জবি শিক্ষার্থীদের উপর হামলা: গ্রেফতার ৮

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১১:৪০ এএম

    দিনাজপুর স্বপ্নপুরীতে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা।

    রবিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়। আহত শিক্ষার্থীদের মামলায় আট জন গ্রেফতার হয়েছে।

    সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোমিনুর জামান তিনি বলেন, রাতে মামলার পরপরই আমাদের অভিযান শুরু হয়। আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সপর্দ করা হয়েছে। আহত শিক্ষার্থীরা বাদী হয়ে এ মামলা করেন।

    জানা যায়, গতকাল রবিবার রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে অবস্থিত ‘স্বপ্নপুরী’ পার্কে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয় শিক্ষার্থীরা। পার্কে কর্মরত স্টাফরা এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করলে ওই শিক্ষার্থীর অন্য বন্ধুরা প্রতিবাদ করে। এসময় স্টাফরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।

    ঘটনাস্থল থেকে ওই বিভাগের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাদের (স্টাফ) সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অতর্কিতভাবে তারা রড ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আঘাত করে। আমাদের ১২ জন শিক্ষার্থী আহত হয়। তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। রাতেই মামলা করা হয়। আটজন গ্রেফতার হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…