এইমাত্র
  • নতুন নির্বাচনের দাবি ড. ইউনূসের
  • সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী
  • আম বাগান থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • হামলাকারীরা পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিলো: ওবায়দুল কাদের
  • মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
  • আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
  • ‘চরম তাপ মহামারি’ বিশ্বকে ভোগাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
  • কমলা হ্যারিসকে সমর্থন দিলেন ওবামা
  • মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক
  • দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    জনবল সংকটে স্থবির লাখাইয়ের মাধ্যমিক শিক্ষা দপ্তর

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৫:২৪ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৫:২৪ পিএম

    জনবল সংকটে স্থবির লাখাইয়ের মাধ্যমিক শিক্ষা দপ্তর

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৫:২৪ পিএম

    হবিগঞ্জের লাখাইয়ে কর্মকর্তা-কর্মচারী সংকটে মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে। শিক্ষার গুনগত মান উন্নয়নে পড়ছে এর প্রভাব।

    খোঁজ নিয়ে জানা গেছে, লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী সংকটে রয়েছে দীর্ঘদিন যাবত। এতে দাপ্তরিক কর্মকাণ্ডে নেমে এসেছে স্থবিরতা। লোকবলের অভাবে শিক্ষার গুনগত মান উন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও মনিটরিং কাজ ব্যাহত হচ্ছে। এ উপজেলায় মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে ১১টি মাধ্যমিক, ২টি মাদ্রাসা ও ২টি কলেজ রয়েছে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ দপ্তরটিতে ৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি গত বছরের জুলাই মাস থেকে শূন্য। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমারদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদটি অদ্যাবধি পূরণ করা হয়নি।

    বর্তমানে একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আরেকজন রয়েছেন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর। বাকি পদগুলো শূন্যই রয়েছে দীর্ঘদিন যাবত।

    জানা গেছে, শূন্য পদগুলো পুরণের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো ফল হয়নি।

    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার বলেন, প্রয়োজনীয় জনবলের অভাবে দাপ্তরিক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। কাজের পাশাপাশি বিভিন্ন ধরণের সভায় যোগ দিতে হয়।

    তারপরও সবকিছু সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শূন্য হয়ে থাকা পদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…