ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় আবদুল মান্নান শেখ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) ভালুকা পৌর সভার ওয়াপদ মোড় এলাকায় রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান শেখ পৌর সভার বাঘরাপাড়ার মোহাম্মদ আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আবদুল মান্নান। প্রথমে মোটরসাইকেল ও পরে ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এআই