এইমাত্র
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    পরিবারে মুখ দেখাতে কষ্ট হয়েছে: শাকিব খান

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম

    পরিবারে মুখ দেখাতে কষ্ট হয়েছে: শাকিব খান

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম
    ছবি-সময়ের কণ্ঠস্বর

    'অপারেশন অগ্নিপথ' সিনেমার সহ প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে 'চাঁদা দাবি ও হত্যার হুমকি' দেওয়ার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। তার জবানবন্দি শুনে মহানগর হাকিম আরাফাতুল রাকিব মামলা গ্রহণ করে বিবাদী রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে এই মামলা করেন তিনি।

    মামলায় শাকিব খান উল্লেখ করেন, তার কাছে একলাখ ডলার চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ৩৮৫ ও ৫০৬ ধারায় এই মামলা করা হয়। শাকিবের পক্ষে আইনজীবী খায়রুল হাসান।

    আদালত থেকে বের হয়ে শাকিব খান জানিয়েছেন, আদালত তার করা মামলাটি আমলে নিয়েছেন। থানা থেকে যে পরামর্শ দিয়েছিল, আমি অলরেডি চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছি। দুয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।

    শাকিব খান আশা প্রকাশ করে বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করছি আদালতে আমি ন্যায়বিচার পাব।

    সেই এও বলেন, সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন তিনি। সে অনুযায়ী আজ (২৩ মার্চ) তার গুলশানের বাস ভবনে বিকেল ৫ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

    সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, বশুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন- তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিলো, তারা কিন্তু পালিয়ে গেছে।'

    ডিবি অফিস ও আদালতে যাওয়ার বিষয় উল্লেখ করে শাকিব আরও বলেন, 'আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সাথে কথা বলেছি। আজকে মহামান্য আদালতে গিয়েছি। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদীত এই ঘটনার পেছনে আর কারা কারা আছে তদন্তে সব বেরিয়ে আসবে।'

    এসময় এই চলচ্চিত্রভিনেতা আরও বলেন,'অভিনেতার বাইরে আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে। সন্তান আছে। আত্মীয় স্বজন আছে। তাদের কাছে মাথা উঁচু করে এখন কথা বলতে পারছি। কিন্তু শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বারবার বলছিলাম, এটা একটা ট্র‌্যাপ ছিলো। যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে। কিন্তু নানা রকম বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবারও দুশ্চিন্তায় ছিলো। পরিবারে মুখ দেখাতে কষ্ট হয়েছে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে হয়েছে।'

    শাকিব বলেন, 'এই হেসেল, এটা সহ্য করার ক্ষমতা কারও থাকে না। কিন্তু আমার মনে হয়েছে, রিল লাইফে আমি যেমন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করি- রিয়েল লাইফেও আর মুখ বুজে সহ্য করবো না। এজন্যই সেদিন বলেছি, বোবা সেজে থাকার আর সময় নেই। মন সাঁয় দেয় না, তিন চারদিন ধরে কারও ঘুম নাই; তবুও ভিড় ঠেলে আজ আদালতে হাজির হয়েছি।'

    দেশের শিল্পী কলাকুশলীদের উদ্দেশ্যে শাকিব বলেন, শিল্পীদের বিরুদ্ধে প্রায় সময় দেখি এসব অন্যায় অভিযোগ। আমি তাদের একটা বার্তা দিতে চাই, এসব আর সহ্য করো না। একটু হেসেল হলেও তা সহ্য করে প্রতিবাদ করো। দেশে আইন আছে, প্রশাসন আছে- বিচারটা পাবে।

    আরআইআর

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…