এইমাত্র
  • বিজিবি-বিএসএফের সম্পর্ক আগের থেকে ভালো: বিজিবি মহাপরিচালক
  • অভিনয়ে শাকিব খানের অপ্রতিরোধ্য দুই যুগ
  • ঝালকাঠিতে প্রথমবারের মতো ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’
  • পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬
  • আমার কোনো সুগার ড্যাডি নেই : ফারিয়া শাহরিন
  • বগুড়ায় বাস চাপায় শিশুর মৃত্যু
  • কর্ণফুলীর ডায়মন্ড ঘাট থেকে ১২০০ লিটার ভোজ্য তেল জব্দ, আটক ৪
  • সোর্স সন্দেহে মাদক বিক্রেতাদের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪
  • মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ফেন্সিডিল বহন, আটক ১
  • শাহজাদপুরে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক ১
  • আজ রবিবার, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ২৮ মে, ২০২৩
    দেশজুড়ে

    ফরিদপুরে বিনা টিকেটে যাত্রীদের ভাড়া যাচ্ছে টিটির পকেটে

    হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ০৩:৫৫ পিএম
    হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ০৩:৫৫ পিএম

    ফরিদপুরে বিনা টিকেটে যাত্রীদের ভাড়া যাচ্ছে টিটির পকেটে

    হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ০৩:৫৫ পিএম

    ফরিদপুরে বিনা টিকেটে রেলে চড়া যাত্রীদের নিকট থেকে টাকা আদায়ের পর দেয়া হচ্ছেনা কোন রশিদ। ফলে ওই টাকা ট্রেন টিকেট এক্সামিনার (ট্রেনে টিকিট পরীক্ষক) সংক্ষেপে টিটিই এর পকেটে যাচ্ছে।

    রাজবাড়ী-ফরিদপুর রুটে চলাচলরত রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের নিকট থেকে এভাবে টাকা আদায় করতে দেখে অভিযোগ করেন একজন স্কুল শিক্ষক।

    নগরকান্দার চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি তালমার নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে সকাল সকাল ৮ টা ৪০ মিনিটের ট্রেনে উঠে তালমা স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

    তিনি বলেন, ট্রেন ছাড়ার পরে টিটিই এসে টিকেট চেক করার সময় দেখা গেলো অনেক যাত্রীরই টিকেট নেই। তবে টিটিই তাদের নিকট থেকে ভাড়ার টাকা আদায় করলেও তাদের কোন টিকেট বা রশিদ দেননি। তিনি প্রশ্ন রেখে বলেন, এই টাকা কি আদৌ জমা হবে কোষাগারে? অথচ টাকা দেয়া যাত্রীরাও কিছু বললেন না।

    এব্যাপারে তালমা রেল স্টেশনের টিকেট মাস্টার বলেন, টিটিই'র কাছে বিপিডি বই থাকে। ওই বইতে সে ৯০ টাকার নিচে টিকেট লিখতে পারবে না। তবে অনেক সময় ভাড়ার টাকা কম হলে চার পাঁচজনের টাকা এক টিকেটে লিখতে পারে। তিনি বলেন, ট্রেনের মধ্যে টিকেট নিয়ে যারা উঠেছে তাদের দ্বায়িত্ব আমার, আর টিকেট ছাড়া উঠেছে তার দ্বায়ভার টিটিই এর। তাদের দ্বায়ভার আমার না।

    জানা গেছে, জরিমানাসহ রেলের ভাড়া বেশি দিতে হয় বলে বিনা টিকিটের যাত্রীরা টিটির কাছে ধরা পড়ে শুধু ভাড়ার টাকা দিয়েই পাড় পেতে চায়। তারা জরিমানা দিতে চায়না এজন্য রশিদ নেয়া বরং তাদের জন্য বিপদের কারণ। আর অসাধু টিটিরা যাত্রীদের এই টাকা রেলে জমা না দিয়ে পকেটস্থ করার সুযোগ পেয়ে যায়।

    ফরিদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার তাকদির হোসেন বলেন, টিটি যদি যাত্রীদের নিকট থেকে কোন টাকা আদায় করে তাহলে অবশ্যই রশিদ বা ডকুমেন্ট দিবেন। আর যদি তা না দেন তাহলে যাত্রীদের নিকট থেকে অভিযোগ পেলে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    {{post.title}}

    {{ post.description }}

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…