এইমাত্র
  • গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
  • টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর...
  • দিনাজপুর জাল টাকাসহ আটক ২
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু
  • বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন
  • ধানমন্ডি-গুলশানে কৃষক লীগের দরকার কী, প্রশ্ন ওবায়দুল কাদেরের
  • পিতাকে সব দান করে নির্বাচনে অংশ নিচেছন যুবলীগ নেত্রী!
  • ৭ দিন স্কুল বন্ধের দাবি
  • সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
  • টেকনাফে কোস্টগার্ডের কাছে মিয়ানমার ১৩ বিজিপির আত্মসমর্পণ
  • আজ শনিবার, ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪
    খেলা

    হঠাৎ সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রতিনিধি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:১২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:১২ পিএম

    হঠাৎ সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রতিনিধি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:১২ পিএম

    বুধবার(৩১ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। তবে হুট করেই কিউই বোর্ডের কর্তারা সিলেটে কেন? এমন প্রশ্নে সরগরম সামাজিক মাধ্যম।

    জানা গেছে, চলতি বছর এশিয়া কাপ শেষে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। আর ওই সফরকে ঘিরেই সিলেটের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দেখছেন দেশটির বোর্ড কর্তারা।

    আজ (৩১ মে) বাংলাদেশে আসার পর প্রথমেই সিলেটের হোটেল সুবিধা এবং পরবর্তীতে সেখানকার আন্তর্জাতিক স্টেডিয়াম ঘুরে দেখেন কিউই বোর্ড কর্তারা। এরপর স্টেডিয়ামের ড্রেসিংরুমসহ পাশে থাকা ইনডোর কিংবা আউটার স্টেডিয়ামেও চোখ বুলিয়ে নেন। এই সময় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস উপস্থিত ছিলেন।

    আসন্ন সিরিজ নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু ঠিক না হলেও, এশিয়া কাপের পরই বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হতে পারে। আর সেরকম হলে, এটি হবে বিশ্বকাপের আগমুহূর্তে দু'দলের শেষ প্রস্তুতি। সিরিজে তিন ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলারও কথা রয়েছে।

    তবে ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপের আগে হলেও, টেস্ট হতে পারে মেগা টুর্নামেন্টটির পরে। ওই সিরিজের কয়েকটি ম্যাচ হতে পারে সিলেটে। সে কারণেই কিউই প্রতিনিধি দল মাঠ পর্যবেক্ষণে নেমেছেন। তবে দেশের অন্য স্টেডিয়ামে এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের।

    বাংলাদেশের ক্রিকেটাররা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দু'দল। এরপর দ্বিতীয় ভাগে জুলাইতে মাঠে গড়াবে তিন ওয়ানডে এবং দুটি টি-২০ সিরিজ। তবে এর মাঝে ভারতের সঙ্গে রশিদ খানদের সিরিজ না হলে, ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…