বাংলাদেশ থেকে হজ পালন করতে যাওয়া এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে পবিত্র মক্কায় ।
গত শনিবার মো. আলী হোসেন (৬৭) নামে একজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যু বরণ করেন । তার গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় ।
এযাবৎ বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়া হাজীদের মধ্যে আলী হোসেনসহ চারজনের মৃত্যু হয়েছে ।
এর আগে শফিকুল ইসলাম (৫৪), শাহানারা বেগম (৬৪) ও মো. আব্দুল ওয়াহেদের (৪৬) মৃত্যু হয়। নিহতদের সকল হাজী পবিত্র মক্কায় মৃত্যু বরণ করেন ।
শনিবার রাত পর্যন্ত ৫০ হাজার ১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনার গিয়েছেন ৯ হাজার ৮৯ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪০ হাজার ৯২৫ জন।
উল্লেখ্য,চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।
পিএম