এইমাত্র
  • 'চাপাবাজীর অস্কার অনন্য মামুন পাবেন', বলছেন শাকিব ভক্তরা
  • রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
  • ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ
  • শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ
  • শুরু হলো বরবাদ'র শুটিং, শাকিব খান যোগ দেবেন কবে?
  • মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ১১ মরদেহ উদ্ধার
  • রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ
  • কারাগারে ইমরানকে দেওয়া হয় মাটন মুরগি দই জুস আঙ্গুর
  • ঘুষের টাকা নিয়েও কাজ না করে উল্টো হুমকি যত ইচ্ছে নিউজ করেন : ভূমি সহায়ক শাহানুর
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষককে পেটালো রাঙ্গা ভা‌বি

    শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি প্রকাশ: ৭ জুন ২০২৩, ১০:০৩ পিএম
    শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি প্রকাশ: ৭ জুন ২০২৩, ১০:০৩ পিএম

    চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষককে পেটালো রাঙ্গা ভা‌বি

    শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি প্রকাশ: ৭ জুন ২০২৩, ১০:০৩ পিএম

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারপিট করার অভিযোগ উঠেছে সামসাদ রানু ওর‌ফে রাঙা ভাবি নামে এক মহিলার বিরুদ্ধে। দেরি (লেট) ক‌রে স্কু‌লে আসায় প্রধান শিক্ষককে স্কুলের অফিস কক্ষে চড়-থাপ্পড় ও পায়ের স্যান্ডেল খুলে মারপিট করেন ওই ম‌হিলা।

    আজ বুধবার (৭ জুন) সকাল ১০ টার দি‌কে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটেছে।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্কুলের সহকারি শিক্ষক ইলিয়াস হোসেন।

    স্থানীয় বি‌ভিন্ন সূ‌ত্রে জানা যায়, এলাকার প্রভাবশা‌লি ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক মহিলা প্যানেল মেয়র সামসাদ রানু এলাকায় রাঙা ভাবি নামে অধিক পরিচিত।

    স্কুলের একাধিক সূত্রে জানা গেছে, সামসাদ রানুর ওর‌ফে রাঙ্গা ভাবির ছেলে ওই বিদ্যাল‌য়ের সপ্তম শ্রেনীর ছাত্র। সকাল সাড়ে ৯ টার দিকে রাঙ্গা ভাবি স্কুলে ঢুকে দেখতে পান প্রধান শিক্ষক উপস্থিত হননি।

    প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান স্কুলে ঢোকেন ৯ টা ৫০ মিনিটে। এতে ক্ষুব্ধ রাঙা ভাবি প্রধান শিক্ষককে ধাক্কাতে ধাক্কাতে অফিস কক্ষের ভেতরে নিয়ে যান। প্রধান শিক্ষক চেয়ারে বসলে দু'জনের মধ্যে বাকবিতন্ডা হয়।

    এ সময় উত্তেজিত রাঙা ভাবি প্রথমে প্রধান শিক্ষকের মুখে একের পর এক চড় মারতে থাকেন পরে পায়ের স্যান্ডেল খুলে মারতে থাকেন। এরপর পরই তিনি স্কুল ছেড়ে চলে যান এবং তার মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন।

    প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, আমি অফিসের ভেতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর শুরু করা হয়।

    প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যা ঘটেছে তা অত্যন্ত অপমানকর। আমি হতবিহ্বল হয়ে পড়েছি। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে ডেকেছেন। তার সাথে পরামর্শ করে আইনগত সিদ্ধান্ত নেব।

    বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, সামসাদ রানু নামের মহিলা প্রধান শিক্ষকের সাথে যেটা করেছেন তা ফৌজদারি অপরাধ এবং নিন্দনীয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…