এইমাত্র
  • সৌদিতে বাংলাদেশি যুবককে জবাই করে হত্যা
  • লাইসেন্স ফেরত চায় সিটিসেল
  • সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী গ্রেপ্তার
  • নারীদের বোরকা নিয়ে আদৌ কী 'আপত্তিকর' মন্তব্য করেছেন জামিল আহমেদ?
  • ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন
  • বিতর্কে জড়ালেন শিল্পকলার নতুন ডিজি
  • শেখ হাসিনা-রেহানাদের পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল চেয়ে রিট
  • গাজীপুরে ট্রাকের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ
  • মণিপুরে ব্যাপক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ ঘোষণা
  • ‘২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে’
  • আজ বুধবার, ২৬ ভাদ্র, ১৪৩১ | ১১ সেপ্টেম্বর, ২০২৪
    খেলা

    মেসির পর ইন্টার মিয়ামিতে যাচ্ছেন বুশকেটস?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৩, ০৩:২৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৩, ০৩:২৩ পিএম

    মেসির পর ইন্টার মিয়ামিতে যাচ্ছেন বুশকেটস?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৩, ০৩:২৩ পিএম

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইউরোপিয়ান লিগগুলোর মতো সেই জৌলুশ নেই। তাই ক্যারিয়ারের শেষটায় বুড়িয়ে যাওয়া ফুটবলাররা শেষ ঠিকানা হিসেবে পাড়ি দেন আটলান্টিক। মেসিও সেই পথেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই পথ ধরে মেসির সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটসও নাকি ইন্টার মিয়ামিতে যাওয়ার পরিকল্পনা করছেন! ইএসপিএন সূত্রের বরাত দিয়ে বলছে, ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটির সঙ্গে আলোচনা চলছে ৩৪ বছর ডিফেন্সিভ মিডফিল্ডারের।

    গত মাসেই বুশকেটস জানিয়ে দিয়েছেন, ৩০ জুন মৌসুম শেষের পর বার্সার সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। তার পর থেকে তিনটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তার। ইন্টার মিয়ামি ছাড়া সৌদি ক্লাব আল হিলাল এবং আল নাসরের সঙ্গেও তার কথা হচ্ছে। সূত্র বলছে শেষ গন্তব্য এই তিনটি ক্লাবের যে কোনও একটি হতে যাচ্ছে।

    তবে এটাও শোনা যাচ্ছে, সৌদি ক্লাব বেছে না নিয়ে মেসির মিয়ামিতে যাওয়ার খবর বুশকেটসকে প্রভাবিত করতে পারে। ফলে সেটা মিয়ামিতে যাওয়ার পক্ষেই কাজ করবে বলে ধারণা। কারণ বার্সায় এক দশকেরও বেশি সময় খেলেছেন তারা। খেলোয়াড়ী জীবনের বাইরে একে অপরের ঘনিষ্ঠ বন্ধুও। সাম্প্রতিক সময়েও তার সঙ্গে মেসির দেখা হয়েছে।

    ইন্টার মিয়ামিতে যাওয়ার খবরে গতকাল মেসিকে প্রশ্ন করা হয়েছিল বন্ধু বুশকেটসের ভবিষ্যৎ গন্তব্যের ব্যাপারে। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে তাদের ভবিষ্যৎ কখনোই একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। আর স্প্যানিশ তারকার পরিকল্পনা নিয়েও জানেন না তিনি, 'মিডিয়া বলছে আমি বুশকেটসের সঙ্গে সৌদি যাচ্ছি। কিন্তু ঘটনা হলো সবাই যার যার ভবিষ্যৎ পরিকল্পনা করে। আমি অবশ্যই তার সিদ্ধান্তের অপেক্ষায় সে কী করতে যাচ্ছে। কিন্তু কখনো আমরা একই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমি নিজের সিদ্ধান্তটা নিয়েছি। তবে সে কীভাবছে তা আমার জানা নেই।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…