যশোরসহ দশ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৩৪ তম যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবরাউল হাছান মজুমদার। সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেছেন।
আবরাউল হাছান মজুমদার নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। উপসচিব পদমর্যদার আবরাউল হাছান মজুমদার বর্তমান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হবেন।
২০২০ সালের ৭ জুলাই যশোর কালেক্টরেটের ১৩৩ তম জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ২২ তম ব্যাচের কর্মকর্তা তমিজুল ইসলাম খান। বর্তমান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।
এর আগে গত ৬ জুলাই ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনে সরকার। এর তিন দিনের মধ্যে নতুন এ পরিবর্তন এলো।