এইমাত্র
  • তামিমের আচরণ বাচ্চাদের মতো: সাকিব
  • তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • দাম কমল সোনার, কাল থেকে কার্যকর
  • বিশ্বকাপ স্কোয়াডে না থাকার সিদ্ধান্তটা তামিমই নিয়েছেন: মাশরাফি
  • দ্বিতীয় সন্তান আগমনের বার্তা দিলেন জিৎ
  • সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী!
  • বেতাগী হাসপাতালের শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ
  • গত তিন-চার মাস যা হয়েছে সেটা পরিকল্পিত: তামিম ইকবাল
  • জবির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আশরাফুল আলম
  • আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারব না: তামিম
  • আজ বৃহস্পতিবার, ১৩ আশ্বিন, ১৪৩০ | ২৮ সেপ্টেম্বর, ২০২৩
    দেশজুড়ে

    বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে ভোট চাইলেন জামালপুরের ডিসি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

    বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে ভোট চাইলেন জামালপুরের ডিসি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

    জামালপুর: সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

    সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে সমালোচনা।

    ভিডিওতে জামালপুরের ডিসিকে বলতে শোনা যায়, ‘আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবার পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না।’

    অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌরমেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

    আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…