এইমাত্র
  • পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা
  • বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা মর্মাহত: কানাডা হাইকমিশন
  • দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার
  • সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি
  • অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • মোবাইল ডাটা চালুর বিষয়ে বৈঠক রবিবার
  • ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • নতুন নির্বাচনের দাবি ড. ইউনূসের
  • সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী
  • আম বাগান থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    রাজধানী

    তেজগাঁওয়ে প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

    তেজগাঁওয়ে প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

    রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

    মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

    তিনি জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে মগবাজার এলাকার প্রেয়সী বার থেকে বের হয়ে মামুন (৫৪) তার দুই সহযোগী খোকন (৩৭) ও মিঠু (৫২)সহ প্রাইভেটকারে মামুনের তল্লাবাগ বাসায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চল থানা সিটি পেট্রল পাম্পের মাঝামাঝি রাস্তার সামনে মেইন রোডে পৌঁছালে অজ্ঞাতনামা চারটি মোটরসাইকেলেযোগে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে। তাৎক্ষণিকভাবে প্রাইভেটকার থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লেও মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে পিঠে ও ঘাড়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ পথচারী ভুবন চন্দ্র শীলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। আরেক পথচারী আরিফুল হক সামান্য আহত হন।

    মাজহারুল ইসলাম জানান, সন্ত্রাসী মামুন দীর্ঘ ২৬ বছর জেল খেটে কিছুদিন আগে বের হয়েছেন। তার দুই সহযোগীকে নিয়ে প্রাইভেটকারে করে যাওয়ার সময় অপর সন্ত্রাসীরা তাদের ওপর এ হামলা চালায়। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এদিকে আহত ভুবন চন্দ্র শীলের ভাবি জয়শ্রী রানী জানান, তার বাড়ি নোয়াখালীর মাইজদী। বর্তমানে মতিঝিলের আরামবাগে একটি মেসে থাকেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে। রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান ভুবন গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তারা ঢাকা মেডিকেলে গিয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাকে। পরে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…