এইমাত্র
  • আজ ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ
  • ১৭ দিন পর ৪১ শ্রমিককেই জীবিত উদ্ধার
  • আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেয়: পরীমণি
  • স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় সাবেক সভাপতিকে কার্যালয়ে বসতে দিলেন না সম্পাদক
  • স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম তুললেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
  • তফসিল বাতিল চেয়ে ৩ প্রস্তাব দিলো ইসলামী আন্দোলন
  • লক্ষ্মীপুরে অটিজম শিশুদের মানসিক ও শারিরীক বিকাশে কাজ করছে নন্দন
  • নির্বাচন পেছাতে সিইসিকে লিগ্যাল নোটিশ
  • গাজীপুর ৫ আসনে এমপি প্রার্থী হবেন তৃতীয় লিঙ্গের উর্মি
  • মহাসড়কের পাশে মিললো অজ্ঞাত নারীর লাশ
  • আজ বুধবার, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৯ নভেম্বর, ২০২৩
    বিনোদন

    সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী!

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

    সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী!

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

    ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে এর আগে সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা রায়হান রাফী। 'প্রেমিক' শিরোনামের সেই সিনেমাটি আর আলোর মুখ দেখেনি নানা কারণে। যার ফলে কিং খানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এই পরিচালকের!

    সম্পর্কের অবনতির বিষয়টি প্রমাণ মেলে গত ঈদে মুক্তি পাওয়া 'প্রিয়তমা' ও 'সুড়ঙ্গ' সিনেমা নিয়েই। সিনেমা দুটি মুক্তির পর বাহাসে জড়ান নির্মাতা রায়হান রাফি ও শাকিব ভক্তরা। ঢালিউড কিং খানকে সরাসরি কিছু না বললেও তাকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন এই নির্মাতা। এবার সেই শাকিব খানের দরজার কড়া নাড়লেন রাফি।

    জানা গেছে, আগামী ঈদের জন্য শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চান বর্তমান সময়ের হিট পরিচালক রাফি। সেজন্যই কিং খানের দরজার দাড়িয়েছেন তিনি। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও সেরেছেন তিনি। এই নায়কের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকি প্রধান রেদওয়ান রনি, আলফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সিনেমাটি নির্মাণের সব কথা চূড়ান্ত বলেও জানা যায়।

    এ ব্যাপারে জানতে চাইলে রায়হান রাফী বলেন, 'অনেক ছবি নিয়ে আলোচনা চলছে। আসলে এটা নিয়ে বলার মতো কিছু নেই। যদি কিছু হয় তবে প্রযোজনা সংস্থা থেকে জানাবে। তবে শাকিব ভাইকে নিয়ে কিছু করলে চমকে দেওয়ার মতো কিছু করবো।'

    শাকিব ভক্তদের সঙ্গে বাহাসে জড়ানো নিয়ে এই নির্মাতা আরও বলেন, 'এগুলো মানুষের ভুল বোঝাবুঝি। সামনে আমার ভালো ভালো সিনেমা আসবে। শাকিব ভাই আমাদের সুপারস্টার। তাকে সবসময় সম্মান জানাই, পছন্দ করি। তিনিও আমাকে স্নেহ করেন। তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই।'

    এই নির্মাতার ভাষ্য, 'শাকিব ভাইয়ের ভক্তরাও চাইতেন তার সঙ্গে আমার কাজ হোক। আমারও ইচ্ছে ছিল তার সঙ্গে কাজ করার। আগে যখন তাকে নিয়ে সিনেমা করতে চেয়েছিলাম শতভাগ পজিটিভ রেসপন্স পেয়েছিলাম। তাকে নিয়ে কাজ করলে বড় ভাবেই করবো।'

    এদিকে বছরের শেষের দিকে হিমেল আসরাফের 'রাজকুমার' সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে শাকিব খানের। এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। এটির শুটিং শেষ করেই রায়হান রাফীর সিনেমার শুটিংয়ে অংশ নিবেন শাকিব খান।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…