যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে ৯০০ পিস ভারতীয় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (৩৫) নামে একজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে আনা বেশ কিছু আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট শহিদুলের বাড়িতে রয়েছে। এমন খবরে শুক্রবার দুপুরের দিকে অভিযান ৯০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং শহিদুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
পিএম