লক্ষ্মীপুরের রায়পুরে মো. সাইফুল আলম মৃধাকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০২ অক্টোবর) রাতে তাকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, রায়পুরের বামনী এলাকার ব্যবসায়ী সাইফুল আলম হত্যার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ মিশু আক্তার ও সুইটি আক্তারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতেই আসামিদের ঢাকা থেকে রায়পুরায় নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গত শনিবার রাত ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান মো. সাইফুল আলম মৃধা। ওইদিন বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা ও তার লোকজনের হামলায় তিনি গুরুতর আহত হন। পর দিন দুপুরে নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০) বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা করেন।
মামলায় দেলোয়ার হোসেন মৃধা (৫০), সাংবাদিক শিমুল (২৮), আব্দুল মতিন (৫৯), নাজমুন নাহার নাজমা (৪৫), সাংবাদিক আবু মুসা মোহন (৩৫), নিশু আক্তার (৩৫), মো. বাশার মাস্টার (৬৫), রেশমা আক্তার (৩০) ও সুইটি বেগমসহ (৪৫) নয় জনকে আসামি করা হয়।।
এআই