এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হেরোইন পাচারের সময় পুলিশ সদস্যসহ আটক ২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম

    হেরোইন পাচারের সময় পুলিশ সদস্যসহ আটক ২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম

    মেহেরপুরে হেরোইন পাচারের সময় পুলিশ সদস্য সহ দুইজনকে আটক করেছে বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বুড়িপোতা বাজিতপুর সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বাজিতপুর ক‍্যাম্পের একটি দল।

    আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আফসার আলীর ছেলে পুলিশ সদস‍্য আশরাফুল ইসলাম লিটন (৩৫) ও মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের মন্টু শেখের ছেলে সবুজ হোসেন (২৩)।

    আশরাফুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন কোর্টে কর্মরত আছেন। এ সময় তাদের কাছ থেকে একটি হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন জানান, কাটাতারের এ পারে বিষ্টুগঞ্জ নামের একটি ভারতীয় গ্রাম রয়েছে। সেই গ্রাম থেকে হেরোইন নিয়ে কয়েকজন মাদক ব্যাবসায়ী বাংলাদেশে প্রবেশ করছে।

    এমন সংবাদের ভিত্তিতে বাজিতপুর ক্যাম্পের বিজিব সদস্যদের একটি দল অবস্থান নেয়। সীমান্তের মেইন ১২০নং পিলার হয়ে ওই মাদক ব্যবসায়ীরা একটি মোটরসাইকেলে বাজিতপুর গ্রামের পাকা রাস্তার উপরে উঠলে বিজিবি তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তার সহযোগী সবুজ হোসেনকে আটক করা হয়।

    সবুজের শরীর তল্লাশি চালিয়ে ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

    মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

    তিনি আরও বলেন, আসামি আশরাফুল ইসলাম একজন পুলিশ সদস্য। সে ঢাকা মেট্রপলিটন কোর্টে কর্মরত আছেন। তবে তিনি সাসপেন্ডে আছে বলে দাবি করেন।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…