গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে মহসিন মিয়া (৭) নামে এক শিশু নদীতে নিখোঁজ হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে ঘটনা ঘটে।
শিশু মহসিন উপজেলার তালুক বেলকা গ্রামের মিস্ত্রিপাড়ার নওশা মিয়ার ছেলে। সে স্থানীয় শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বিকেলে মহসিন তার বাবার সঙ্গে তিস্তার শাখা নদীতে মুঠোজাল নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে বাবার অজান্তে নদীতে ডুবে নিখোঁজ হয় মহসিন। পরে স্বজনসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালালেও সন্ধান মেলেনি।
সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ জানান, রাতে আর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।