সুনামগঞ্জে ভারতীয় মদসহ মতিন মিয়া (২০) নামে একজনকে আটক করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই ছড়ারপার এলাকার মোঃ বুলু মিয়া ছেলে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির বিশ্বম্বরপুর টু সুনামগঞ্জ সদর সড়ক থেকে আটক করা হয়।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং ইউপির অর্ন্তগত লালপুর গ্রামের বিশ্বম্বরপুর টু সুনামগঞ্জ সদর সড়কে গোপন সংবাদের ভিত্তিত্ব এসআই পলাশ চৌধুরী দিপন, এএসআই মোঃ মহিবুল ইসলাম, কনেষ্টেবল আরিফিন চৌধুরী, আদিল মাহমুদ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা মতিন মিয়া (২০) কে ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসাস চয়েজ ১৮০ এমএল ২০টি ও ৭৫০ এমএল ৫টি মোট ২৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ তাকে আটক করেন।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।