নাটোরের লালপুরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. শাহনুর নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, প্রতিবন্ধী স্কুলছাত্রীকে প্রতিবেশী ফয়েজ উদ্দিন বাড়িতে রেখে লেখাপড়ার ব্যবস্থা করেন। ২০০৪ সালের ১২ জুলাই রাতে ফয়েজের ছেলে মো. শাহানুর ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে অন্যরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। ঘটনাটি ধামা চাপা দিতে শাহানুরের পরিবার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বিয়ের ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা বাদী হয়ে থানায় শাহানুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।
এআই