ঠাকুরগাঁওয়ের হরিপুরে অর্ধ-শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার গেদুড়া ইউনিয়নের গেদুড়া মলানী পীরমাজার নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের খাবার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী।অনুষ্ঠানে দেশ ও দশের কল্যাণে মোনাজাত করা হয়। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।