কুড়িগ্রামে ফুলবাড়ীতে ৩ হাজার ৬০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ বিতারণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে কৃষি অফিস চত্বরে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২৩/২৪ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৬০০ জন কৃষকদের মাঝে দুই কেজি করে বিনামূল্যে বোরো ধান হাইব্রিড জাতের বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াছমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা রানী রায়।
এআই