রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পদত্যাগ করেছেন রাজবাড়ীর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস।
জানাগেছে, ইমদাদুল হক বিশ্বাস প্রথম নির্বাচিত হন ১৯৮৫ সালে, দ্বিতীয় বার ১৯৯০, তৃতীয় বার ২০০৯ ও সব শেষ চতুর্থ বার ২০১৯ সালে নির্বাচিত হন। এরমধ্যে ৩ বার তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে এবং একবার আওয়ামী লীদের প্রার্থী হয়ে বিজয় লাভ করেন ।
এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস বলেন, বর্তমান সাংসদ ৫ বার নির্বাচিত হয়েছেন, কিন্তু জনগণের প্রত্যাশা পুরন করতে পারেন নাই। এমন কি রাজবাড়ী-গোয়ালন্দ মানুষের জন্য কোন আয় বর্ধক প্রকল্প গ্রহন বা বাস্তবায়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন নাই। কর্মসংস্থান ও গতানুগতিক ধারার পরিবর্তনসহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে তিনি রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে সতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন। আশা করছেন এবার অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
এবিষয়ে সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-০১ শাখার উপ-সচিব ড. মাসুরা বেগম রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক বিশ্বাস স্বেচ্ছায় স্বীয় পদ থেকে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০১৯) এর ১২(৯) ধারা অনুযায়ী পদত্যাগ করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(২) ধারা অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ ও পদটি শুন্য ঘোষণা করা হয়েছে।