এইমাত্র
  • তালেবানের চোখ এড়িয়ে অলিম্পিকে মানিজা
  • পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা
  • বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা মর্মাহত: কানাডা হাইকমিশন
  • দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার
  • সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি
  • অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • মোবাইল ডাটা চালুর বিষয়ে বৈঠক রবিবার
  • ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • নতুন নির্বাচনের দাবি ড. ইউনূসের
  • সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:১২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:১২ পিএম

    বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:১২ পিএম

    নানান উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ নির্বাচনে পার্বত্য বান্দরবান ৩০০ নম্বর জেলা আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন টানা ছয়বার নির্বাচিত আওয়ামী লীগের নৌকা প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।

    বুধবার (২৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ বরাবর এই মনোনয়ন পত্র জমা দেন।এসময় আওয়ামী লীগ, যুবলীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুড়াল প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন জানান দলীয় নেতাকর্মীরা।

    বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্যঞ্চলে উন্নয়নের যে ধারবাহিকতা বয়েছে সেটি আশাপূরণ নয়। পার্বত্য জেলা বান্দরবান কৃষি স্বাস্থ্য, যোগাযোগ ও স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশসেবা করা যে সুযোগ পেয়েছিলাম তারই ধারাবাহিকতায় জেলার জন্য যা পেরেছি তাই কাজ করেছি। কিন্তু এই কার্যক্রম তৃপ্তির পাওয়ার মতন নই। দেশ এবং জেলার জন্য এগিয়ে যাওয়ার উন্নয়নের ছোয়া এখনো বাকি আছে।

    তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ থেকে শুরু করে বান্দরবানের আমুল পরিবর্তন ঘটেছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যায় আছে সেটি আরো উন্নতি করতে হলে সর্বক্ষেত্রে আরও কাজ করতে হবে। যেটি উন্নয়ন হয়েছে সেটিকে আরো পরিধিভাবে বাড়ানো জন্য কাজ করে যাবো।

    এদেশে উন্নয়ন, সম্প্রীতি ও সোনার বাংলার গড়ার যে স্বপ্ন সেটিকে বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগ ছাড়া আর কোন বিকল্প নাই। ৩০০নং আসনের ৭ম বারের মত এলাকার সেবা করার সুযোগ দেওয়াই প্রধানমন্ত্রী নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…