দীর্ঘদিনের রাজনৈতিক দিকনির্দেশক বাবা সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন ছেলে আশফাক চৌধুরী মাহি।
চাঁদপুর ও ঢাকায় তিন দফা জানাজা শেষে গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজার পর গতকাল সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাবার মৃত্যুতে এদিন রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড প্রোফাইলে বনানী কবরস্থানে তার দাদা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাত ধরে ফেরার পথে তোলা এক ছবিতে লিখেন- 'বাবা, কিভাবে থাকবো আমরা দুজন আপনাকে ছাড়া?'
আবেকঘন এই ছবিটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে এবং শত শত কমেন্টস করতে থাকেন নেটিজেনরা।
উল্লেখ্য, গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চাঁদপুরে দুই দফা জানাজা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হয় সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)র লাশ। সোমবার সকাল ১১টার পরে দীপুর লাশ বঙ্গবন্ধু এভিনিউতে আনা হয়।
সেখানে জানাজা শেষে দীপুর মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন।
এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সাজেদুল হোসেন চৌধুরী দীপুর প্রথম জানাজা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে এবং দ্বিতীয় নামাজে জানাজা মতলব দক্ষিণে অনুষ্ঠিত হয়েছে।
এমআর