এইমাত্র
  • দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার
  • বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা মর্মাহত: কানাডা হাইকমিশন
  • সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি
  • অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • মোবাইল ডাটা চালুর বিষয়ে বৈঠক রবিবার
  • ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • নতুন নির্বাচনের দাবি ড. ইউনূসের
  • সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী
  • আম বাগান থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • হামলাকারীরা পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিলো: ওবায়দুল কাদের
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    বাঘাবাড়িতে মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাব ও ট্যাংকলরি শ্রমিকদের সংঘর্ষ

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম

    বাঘাবাড়িতে মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাব ও ট্যাংকলরি শ্রমিকদের সংঘর্ষ

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম

    মাদক বিরোধী অভিযানের সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ট্যাংকলরি শ্রমিক ও র‌্যাব সদস্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এই ঘটনায় ট্যাংকলরি শ্রমিকরা র‌্যাব সদস্যদের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে, এসময় বেশ কয়েকজন ট্যাংকলরি শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকদের কাছ থেকে জানা গেছে।

    বুধবার (৬ই ডিসেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর ‍উপজেলার বাঘাবাড়িতে অবস্থিত ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সংলগ্ন বড়াল সেতুর নিচে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ১ লিটার ৩৪০ মি: লি: চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কৃত আসামিরা- সৌরভ আহমেদ সবুজ (২৭), মো. সেলিম (৩২), মো. গোফরান শেখ (৩১) ও মো. রিয়াজ (৫৩)।

    জানাযায়, সংঘর্ষের পর ট্যাংলরি শ্রমিকরা র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে এবং র‌্যাব সদস্যদের ২টি মোটরসাইকেল ভাঙচুর চালায়। উত্তেজিত শ্রমিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক বন্ধ করে দেয় ফলে মহাসড়কের ২ দিকে যাববাহন আটটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    পরে খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার বিপুল সংখ্যাক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় র‌্যাব -১২ এর উপ-অধিনাক মো. সাদিকের উপস্থিতিতে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ভবনে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। উভয় পক্ষ ট্যাংকলরি শ্রমিকদের সাথে আলোচনা করে উত্তেজনার অবসান ঘটান।

    উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিক ও র‌্যাব সদস্যদের মাঝে একটি ভুল বোঝাবুঝির কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা উত্তেজনার সমাধান করেছি।


    র‌্যাব -১২ এর উপ-অধিনায়ক মো. সাদিক সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে দীর্ঘদিন যাবত বড়াল সেতুর নিচে জুয়া ও মাদক বিক্রি হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল মাদক ও জুয়া বিরোধী অভিযান চলার সময় ট্যাংকলরি শ্রমিকদের সাথে একটি ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতির ঘটনা ঘটে।


    তিনি আরও বলেন, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতির অবসান ঘটানো হয়েছে।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…