এইমাত্র
  • সৌদিতে বাংলাদেশি যুবককে জবাই করে হত্যা
  • লাইসেন্স ফেরত চায় সিটিসেল
  • সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী গ্রেপ্তার
  • নারীদের বোরকা নিয়ে আদৌ কী 'আপত্তিকর' মন্তব্য করেছেন জামিল আহমেদ?
  • ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন
  • বিতর্কে জড়ালেন শিল্পকলার নতুন ডিজি
  • শেখ হাসিনা-রেহানাদের পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল চেয়ে রিট
  • গাজীপুরে ট্রাকের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ
  • মণিপুরে ব্যাপক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ ঘোষণা
  • ‘২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে’
  • আজ বুধবার, ২৬ ভাদ্র, ১৪৩১ | ১১ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বাঘাবাড়িতে মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাব ও ট্যাংকলরি শ্রমিকদের সংঘর্ষ

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম

    বাঘাবাড়িতে মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাব ও ট্যাংকলরি শ্রমিকদের সংঘর্ষ

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম

    মাদক বিরোধী অভিযানের সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ট্যাংকলরি শ্রমিক ও র‌্যাব সদস্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এই ঘটনায় ট্যাংকলরি শ্রমিকরা র‌্যাব সদস্যদের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে, এসময় বেশ কয়েকজন ট্যাংকলরি শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকদের কাছ থেকে জানা গেছে।

    বুধবার (৬ই ডিসেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর ‍উপজেলার বাঘাবাড়িতে অবস্থিত ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সংলগ্ন বড়াল সেতুর নিচে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ১ লিটার ৩৪০ মি: লি: চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কৃত আসামিরা- সৌরভ আহমেদ সবুজ (২৭), মো. সেলিম (৩২), মো. গোফরান শেখ (৩১) ও মো. রিয়াজ (৫৩)।

    জানাযায়, সংঘর্ষের পর ট্যাংলরি শ্রমিকরা র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে এবং র‌্যাব সদস্যদের ২টি মোটরসাইকেল ভাঙচুর চালায়। উত্তেজিত শ্রমিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক বন্ধ করে দেয় ফলে মহাসড়কের ২ দিকে যাববাহন আটটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    পরে খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার বিপুল সংখ্যাক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় র‌্যাব -১২ এর উপ-অধিনাক মো. সাদিকের উপস্থিতিতে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ভবনে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। উভয় পক্ষ ট্যাংকলরি শ্রমিকদের সাথে আলোচনা করে উত্তেজনার অবসান ঘটান।

    উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিক ও র‌্যাব সদস্যদের মাঝে একটি ভুল বোঝাবুঝির কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা উত্তেজনার সমাধান করেছি।


    র‌্যাব -১২ এর উপ-অধিনায়ক মো. সাদিক সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে দীর্ঘদিন যাবত বড়াল সেতুর নিচে জুয়া ও মাদক বিক্রি হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল মাদক ও জুয়া বিরোধী অভিযান চলার সময় ট্যাংকলরি শ্রমিকদের সাথে একটি ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতির ঘটনা ঘটে।


    তিনি আরও বলেন, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতির অবসান ঘটানো হয়েছে।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…