সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর গত পাঁচ বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ বেড়েছে অন্তত ২৪ গুণ। পাঁচ বছর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর তিন লাখ ৪৫ হাজার ১২০ টাকা ছিল। পাঁচ বছরেই তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৯৯৮ টাকা।
এদিকে ২০১৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর স্বামীর কোনো টাকা ছিল না। তবে পাঁচ বছরের ব্যবধানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর স্বামীর জমার পরিমাণ ২৫ লাখ ১০ হাজার ১৮২ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলকনামায় টুসীর কোনো স্বর্ণ ছিল না। এবার তিনি ৪০ ভরি স্বর্ণের মালিক। এছাড়া আগে ইলেকট্রনিক সামগ্রী যার মূল্য ছিল ৩২ হাজার ৫০০ টাকা, এবার ওইসব বেড়ে এক লাখ ১১ হাজার ১০০ টাকায় দাঁড়িয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া তাঁর হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
২০১৮ সালে সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্যের কোনো গাড়ি ছিল না। তবে এবার তাঁর গাড়ি রয়েছে যার মূল্য ৭২ লাখ ৩৫ হাজার ৭০৭ টাকা। যদিও গাড়ির ঋণ ও এসওডি ঋণ ৩৮ লাখ ৭৫ হাজার ৫৭৮ টাকা দেখানো হয়েছে। এছাড়া কৃষিখাতে রুমানা আলীর বছরে আয় ছিল ৩০ হাজার ২৭৭ টাকা। এবার তাঁর কৃষিখাতে আয় বেড়ে ৭১ হাজার ৩০০ টাকা হয়েছে। স্থাবর সম্পদ হিসেবে তাঁর কৃষি জমির মূল্য দেখানো হয়েছে ৩৯ লাখ ১৭ হাজার ৮১০ টাকা।