ফরিদপুরের ভাঙ্গা উপজলার বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের ব্রিজের নিচে থেকে সৌরভ বিশ্বাস নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সৌরভ বিশ্বাস নগরকান্দা উপজেলার পোড়াদিয়া ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে ওই কলেজছাত্রের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
সৌরভের চাচা অমল বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে একটা কাজের জন্য ঢাকায় গিয়েছিলেন সৌরভ। ঢাকা থেকে সন্ধ্যায় বাসে বাড়ির দিকে রওনা দেন তিনি। ভাঙ্গা বাসস্ট্যান্ডে নামার পরে তার সঙ্গে মোবাইলে কথা হয়। এরপরে ওর মোবাইল বন্ধ থাকায় আর কথা হয়নি। পরে অনেক রাত হলেও বাড়ি না ফেরায় তাদের সন্দেহ হয়। এরপর ভাঙ্গা এসে অনেক খোঁজাখুঁজি করে রাতেই থানায় যান তারা। তবে কিভাবে কী হলো তা জানা যায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তবে, এটি হত্যা না-কি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, ওই কলেজছাত্রকে ব্রিজ থেকে নিচে ফেলে হত্যা করা হলো কি না, নাকি সে নিজে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তা পুলিশ উদঘাটনের চেষ্টা করছে।