ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মনিরুল ইসলাম ওরফে মহিন (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রোববার(১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে ৷
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু নাইম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মনিরুল ইসলাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার পশ্চিমবাম পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকের সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো ল- ৩০-২৪২৯) চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মার্গে পাঠানো হয়।
এফএস