পুকুর থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রঞ্জিত দাস উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগর গ্রামের জয় কুমার দাসের ছেলে।
শনিবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একেই গ্রামের অধীর দাসের ছেলে ঘাতক অজিত দাসকে গ্রেপ্তার করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে,দুপুরে রঞ্জিত দাস তাঁর নিজের পুকুর থেকে প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের (২৬)হাঁসের পাল তাড়িয়ে দেয়। এ নিয়ে হাঁসের মালিক অজিত দাসের (২৬) সঙ্গে কথা কাটাকাটির হয় রঞ্জিত দাসের।
এক প্রর্যায়ে অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস। এ সময় স্থানীরা এগিয়ে আসলে পালিয়ে যান অজিত দাস। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
নিহতের বাবা জয় কুমার দাস ছেলের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জানান, এই পুকুরে সবাই গোসল করে সে জন্য এখানে হাঁস নামানো হয় না। আমার ছেলে নিষেধ করতে গিয়েছিল এই জন্য ছেলেকে মেরে ফেলেছে। আমি মামলা দায়ের করব।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযান চালিয়ে অজিত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় অজিত দাসের বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
পিএম