লালমনিরহাটের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশায় থাকা সোহেল (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কলেজছাত্র অটোরিকশাযোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহেল নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এআই