শহীদ বেদিতে পুষ্পার্পণ অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও মনোমুগ্ধকর ডিসপ্লের যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটের পাঁচবিবিতে মহিপুর হাজী মহসীন সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার(২৬র্মাচ) সূর্যোদয়ের সাথে সাথে কলেজ মাঠ চত্তরে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ প্রফেসর আখতার জাহান দুলারী, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, ছাত্র ছাত্রী, রোভার, বিএনসিসি’সহ অনেকে।
পরর্বীততে কলেজের হলরুমে বাংলা বিভাগের প্রভাষক রাজিবুল ইসলামের সঞ্চালনায় ও জনাব শুভাশীষ কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর আখতার জাহান দুলারী, সকল বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, ছাত্র ছাত্রী, রোভার, বিএনসিসি।
পিএম