এইমাত্র
  • আগামীকাল থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়
  • চীনের মধ্যস্থতায় এক টেবিলে হামাস-ফাতাহ
  • অবশেষে দুই বিভাগে টানা ৩ দিন ঝড়বৃষ্টির আভাস
  • গা'জায় শরণার্থী শিবিরে ইস'রাইলি হামলায় নিহত ১৫
  • হিট অফিসারের পরামর্শে রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা
  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
  • ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২
  • বরগুনায় নিখোঁজের ২২ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার
  • হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু, পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক
  • আবহাওয়ার পূর্বাভাসে সুখবর নেই, তাপমাত্রা আরও বাড়তে পারে
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    খেলা

    শাহিনকে অধিনায়ক থেকে সরানোর গুঞ্জনে পিসিবিকে কড়া বার্তা আফ্রিদির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৫:০১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৫:০১ পিএম

    শাহিনকে অধিনায়ক থেকে সরানোর গুঞ্জনে পিসিবিকে কড়া বার্তা আফ্রিদির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৫:০১ পিএম

    ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। ওয়ানডে অধিনায়কের পদ খালি রেখে টেস্ট ও টি-টোয়েন্টির জন্য ভিন্ন ভিন্ন অধিনায়কের পথে হাঁটে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে সদা অস্থিরমতি পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলের গুঞ্জন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব হারাতে পারেন শাহিন।

    অধিনায়কত্ব পাওয়ার পর শাহিনের চাওয়া ছিল লম্বা সময়ের জন্য দায়িত্ব। কিন্তু সম্প্রতি বোমা ফাটিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান মহসিন নাকভি। তার ইঙ্গিত অনুযায়ী শাহিনের অধিনায়কত্ব সুতোয় ঝুলছে।

    আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের নেতৃত্বে পাকিস্তান খেলবে বলে ভাবা হলেও নাকভি বলেন, 'আমিও জানি না, কে অধিনায়ক হবেন (বিশ্বকাপে)। শাহিনই নেতৃত্বে থাকবে নাকি নতুন কাউকে আনা হবে, সেটা চূড়ান্ত করা হবে ফিটনেস ক্যাম্পের পর।'

    গত বছর বাবর আজম দায়িত্ব ছেড়ে দিলে শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বেছে নেয়ার পেছনে অনেকেই দেখেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির হাত। তার প্রভাবেই অধিনায়কের দায়িত্ব পান জামাতা শাহিন। তবে এমন অভিযোগ সে সময় অস্বীকার করেছিলেন তিনি।

    এবার শাহিনের অধিনায়কত্ব হারানোর শঙ্কা জাগলে সরব হয়েছেন আফ্রিদি। শাহিনের অধিনায়কত্ব হারানোর গুঞ্জনে এক হাত নিয়েছেন পিসিবিকে। কাউকে দায়িত্ব দিলে তাকে পর্যাপ্ত সময়ও দেয়া উচিত বলে পিসিবিকে বার্তা দেন আফ্রিদি।

    গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) গণমাধ্যমকে তিনি বলেন, 'আমার মনে হয়, আপনি যখন কাউকে (শাহিন) অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন এবং দলের দায়িত্ব সঁপেছেন, তখন তাকে সময়ও দেয়া উচিত।'

    অধিনায়কত্ব পাওয়ার পর শাহিনের নেতৃত্বে একটা সিরিজই খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ড সফরে সেই টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এরপর পিএসএলে শাহিনের নেতৃত্বে ভরাডুবি হয়েছে লাহোর কালান্দার্সেরও। গত দুই আসরে এই বাঁহাতি পেসারের নেতৃত্বে শিরোপা জিতলেও এবার ১০ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছিল লাহোর। এরপরই বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে দেয়ার গুঞ্জন ওঠে।

    আফ্রিদি মনে করেন, পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোর্ডে মুখ বদল হওয়ার সঙ্গে সিস্টেমে আমূল পরিবর্তন আসা। তিনি বলেন, 'আমাদের ক্রিকেটের (পাকিস্তান) সবচেয়ে বড় সমস্যা হচ্ছে -যখনই বোর্ডের প্রভাবশালী মুখগুলো বদলে যায়, আমাদের ক্রিকেটের সিস্টেমই বদলে দেয়া হয়। যেই আসুক মনে করে এ, তারা যা করছে সেটাই পাকিস্তানের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো।'

    আফ্রিদি এ সময় বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন যে, শাহিনকে পর্যাপ্ত সময় দেয়া উচিত। তিনি বলেন, 'যদি আপনি অধিনায়ক বদল করেন, তার মানে দাঁড়ায় হয় তাকে অধিনায়ক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ভুল ছিল, নয়ত তাকে এখন বদলে ফেলার সিদ্ধান্তটা ভুল।'

    আপাতত পাকিস্তানের কোচের পদটাও ফাঁকা। শেন ওয়াটসন কিংবা ড্যারেন স্যামিকে কোচ হিসেবে চাইলেও তারা কোচ হতে আপত্তি জানানোয় নতুন করে খোঁজ চলছে। আফ্রিদিও বিদেশি কোচের পক্ষে হলেও সেটা অ্যান্ডি ফ্লাওয়ারের মতো দারুণ ট্র্যাক রেকর্ডওয়ালা কেউ হওয়া উচিত বলে জানান তিনি।

    আফ্রিদি বলেন, 'আমি বিশ্বাস করি, আপনি যদি বিদেশি কোচও আনেন, তার অধীনে যে স্টাফরা থাকবেন তাদের অবশ্যই পাকিস্তানি হতে হবে, যাতে আমাদের ছেলেরা তাদের কাছে যেতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে।'

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…