এইমাত্র
  • মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক
  • দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী
  • আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
  • নারী এশিয়া কাপের ফাইনালে লঙ্কানরা
  • নাহিদসহ ৩ সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে
  • সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বেরোবি প্রশাসনের
  • আজও ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকবে
  • পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    কুষ্টিয়ার মিরপুরে আ.লীগ নেতার গুলিতে ২ জন গুলিবিদ্ধ, আটক ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১১:৪১ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১১:৪১ এএম

    কুষ্টিয়ার মিরপুরে আ.লীগ নেতার গুলিতে ২ জন গুলিবিদ্ধ, আটক ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১১:৪১ এএম

    কুষ্টিয়ার মিরপুরে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করার রেশ ধরে এবং মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক আওয়ামী লীগ নেতার ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

    শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- হাশেম গাজী (৫৫) ও ভ্যান চালক রেজাউল খাঁ (৪৫)।

    অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতাহার আলী মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান।

    স্থানীয়রা জানায়, শিমুলিয়া গ্রামে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করার কারণে অনেককে হুমকি ধামকি দিয়ে আসছিল সাবেক চেয়ারম্যান আতাহার আলী। এর রেশ ধরে ও জামে মসজিদে টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় হাশেম গাজী গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী ভ্যান চালক রেজাউলও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গুলিবিদ্ধ হাশেম গাজীর ভাইয়ের ছেলে সেন্টু গাজী জানান, সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীর টাক প্রতিকে আমরা ভোট করেছিলাম। যার কারণে আতাহার আলী দীর্ঘদিন আমাদের হুমকি দিয়ে আসছিল। এই রেশ ধরে আজ ৭০-৮০ জন লোকজন নিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে সে নিজে আমাদের উপরে গুলি করে। এসময় আমার চাচা হাশেম গাজী গুলিবিদ্ধ হয়। তার অবস্থা অনেক আশংকাজনক। ডাক্তার তাকে ঢাকায় রেফারড করেছে।

    ঘটনা সম্পর্কে মিরপুরের ওসি মো. মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, আমি ঘটনাস্থলে আছি। সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…