এইমাত্র
  • মৃত্যুকূপ থেকে ফিরে এসেছি: আবদুল্লাহর চীফ ইঞ্জিনিয়ার
  • বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন ডোনাল্ড লু
  • গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
  • প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ
  • জামিন পেলেন ইমরান খান
  • যেসব কারণে মোবাইল চার্জ হতে দেরিতে হয়
  • পোপের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ: ফিলিস্তিনসহ সব সংঘাত বন্ধের আহ্বান
  • এক সঙ্গে জন্ম নেয়া চার নবজাতকের তিনজনকে বাঁচানো গেলো না
  • প্রেমের সম্পর্ক ভেঙে গেলে যা করণীয়
  • টেকসই উন্নয়নে কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৬ মে, ২০২৪
    আইন-আদালত

    স্থায়ী জামিন পেলেন সেই মুশতাক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ পিএম

    স্থায়ী জামিন পেলেন সেই মুশতাক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ পিএম

    রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় খন্দকার মুশতাক আহমেদ ও ফাওজিয়া রাশেদীর স্থায়ী জামিন (পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত) দিয়েছেন আদালত।

    সোমবার (২৯ এপ্রিল) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

    এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত আগামী ২ জুন প্রতিবেদন দাখিলেন পরবর্তী তারিখ ধার্য করেন।

    মোশতাক আহমেদের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আসামিদের স্থায়ী জামিন চেয়ে শুনানি করি। আদালত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

    গত বছর ১ আগস্ট ওই ছাত্রীর বাবা আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলায় মুশতাকের সঙ্গে আসামি করা হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে।

    এরপর তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সোহেল রানা মামলা দায়েরে তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। গত ৩ মার্চ মামলার বাদী সেই চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দাখিল করেন।

    পরে গত ১৪ মার্চ মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত। একই সঙ্গে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…