লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে প্রকাশ্যে চড় মারাসহ নারী কর্মীদের সাথে অশালীন আচরণের ঘটনায় অভিযুক্ত ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুবু জামান আহমেদের নিকট ২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা তলব করেছে রিটার্নিং অফিসার।
বুধবার (১৫ মে) জেলা রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে ১৬ মে তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের সমর্থককে চড় মারার অভিযোগ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে প্রাপ্ত হয়ে অভিযুক্ত ঘোড়া প্রতীকের প্রার্থী মাহাবুবুজ্জামান আহমেদের নিকট লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার ব্যাখ্যা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ, গত ১৪ মে মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামে জনসংযোগে চালান আনারস প্রতীকের সমর্থকরা। পরে সেখানে প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ উপস্থিত হয়ে চড়াও হন আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের সমর্থকদের উপর। এসময় আনারস প্রতীকের কর্মী মেহেরাবুর রহমান ওরফে কাজী আদেলকে সজোরে চড় মারেন ঘোড়া প্রতীকের প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ। চড়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আহত হন ওই সমর্থক।
পরবর্তীতে মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করার সময় উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মহিলা কর্মীদের গালমন্দ করে হুমকি দিয়ে চলে যায় মাহবুবুর জামান আহমেদ। এ ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
পরবর্তীতে ওই রাতেই আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
আরইউ