মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুদারকান্দী গ্রামের এক অসহায় পিতা, তার পুত্র হাফেজ মিয়ার বিরুদ্ধে গ্রাম্য সালিসে স্হানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় লোকদের সহায়তায় থানায় অভিযোগ করেন।
স্হানীয় ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, মুদারকান্দী গ্রামের ষাটোর্ধ আব্দুল বাসেত দীর্ঘ ২৫ বছর মধ্য প্রাচ্যে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর হয় দেশে ফিরেছেন। দেশে ফেরার বছর না ঘুরতেই স্ত্রী চেহারা বেগমের মৃত্যুতে হয়ে পড়েন সঙ্গীহীন। স্ত্রীর মৃত্যুশোক কাটিয়ে উঠার আগেই বড় ছেলে হাফেজ মিয়া (২৮)বাবার বসত বাড়ি পাকা দালান ও আড়াই বিঘা ধানী জমি তার নিজের লিখে দিতে অবিরত চাপ প্রয়োগসহ শাররীক ও মানসিক নির্যাতন শুরু করেছে।
আব্দুল বাসেত ও চেহারা বেগম দম্পতির ২ ছেলে ১ কন্যা সন্তান থাকলেও সে বার বার বড় ছেলে হাফেজ মিয়া বাবার সম্পতি লিখে না দিলে বাবাকে হত্যা করার হুমকি দিয়ে বেড়াচ্ছে। বাবা স্হানীয় মেম্বার সাইফুল ইসলাম ও ইউনিয়ন আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির সরকার মুক্তি যোদ্ধা আনসারআলীকে জানানোর পর সালিশ বসে সমস্যার সমাধান ও হুমকি দাতা ছেলেকে বোঝানর চেষ্টা করে কিন্ত ছেলে ও পুত্রবধূ উল্টো মিথ্যা তথ্য মামলার ভয় দেখান। এতে বিচারক পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।
অসহায় বাবা গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। গজারিয়া থানার এসআই কাউছার মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেন। হুমকিদাতা হাফেজ তার শ্বশুরবাড়ির লোকজনের পরামর্শে বাবার সম্পতি নিজ নামে লিখে নিতে হত্যার হুমকি দিচ্ছে হাফেজ এমন অভিযোগ ছোট ভাই ও বোনের।
হাফেজ মিয়াকে বাড়িতে এবং মোবাইল ফোন করলে তাকে পাওয়া যায়নি।