এবারের হজ মৌসুমে একটি নতুন ব্যবস্থা সংযোজন করেছে সৌদিআরব। এই ব্যবস্থায় মদিনায় অবস্থিত প্রিন্স মোহম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হজযাত্রীদের স্বাগত জানাবেন দেশটির নারীরা।
শুধু তাই নয়, এসব নারীদের বিভিন্ন দেশের ও ভাষাভাষী হজযাত্রীদের স্বাগত জানাতে বেশ কয়েকটি ভাষা ব্যবহারে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে। এয়ারপোর্টের ভেতর কয়েকজন সৌদি নারী ইংরেজি,ফরাসি,তুর্কি এবং ইন্দোনেশীয়সহ বিভিন্ন ভাষায় স্বাগত জানাবার কথাবার্তা অনুশীলন করানো হচ্ছে।
মদিনার আমির সালমান বিন সুলতান এয়ারপোর্টে প্রশিক্ষিত নারীদের উপস্থিতির প্রশংসা করেছেন।সম্প্রতি তিনি হজযাত্রীদের অভ্যর্থনা বিষয়ক প্রস্তুতি দেখতে এয়ারপোর্ট পরিদর্শনে গিয়েছিলেন।
উল্লেখ্য, চলতিবছর হজ মৌসুমে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি গত ১০ মে সৌদি আরবে প্রবেশ করে। বর্তমানে দেশটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও নিরাপত্তারক্ষা বাহিনীর সদস্যদের।
এমআর