এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসে জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    ছাত্রদের ওপর 'গরম জল'

    জ্যোতিকা জ্যোতি বললেন, 'এটি অমানবিক'

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

    জ্যোতিকা জ্যোতি বললেন, 'এটি অমানবিক'

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
    ছবি: সংগৃহীত

    সাম্প্রতিক বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে দেশের শিল্পীরা দুই ভাগে বিভক্ত হয়েছিলেন। যাদের এক পক্ষ শিক্ষার্থীদের পক্ষে থাকলেও অন্যরা ছিলেন ক্ষমতাসীনদের পক্ষে আন্দোলন বানচালের সব ধরনের চেষ্টায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজপথেও তাদের সবার সরব উপস্থিতি সে সময় দেখা যায়।

    আন্দোলনের বিপক্ষে থাকা শিল্পীদের নিয়ে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামে একটি গ্রুপ খোলা হয়েছিল। বিপক্ষে থাকা দলের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। গ্রুপের বাকি সদস্যদের মধ্য ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে।

    সেই গ্রুপে থাকা শিল্পীদের কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে ফাঁস হয়েছে। আজ (মঙ্গলবার) নাট্যনির্মাতা ইমেল হক তার ফেসবুক প্রোফাইলে কথোপকথনের স্ক্রিনশটগুলো প্রকাশ করেন। যেখানে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেয়ার মতো ভয়ংকর কথা বলার প্রমাণও পাওয়া গেছে।

    অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর 'গরম পানি' ঢেলে দেয়ার কথা বলেন।

    অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন। ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা।

    মূলত তার মেসেজের উত্তরেই শিক্ষার্থীদের ওপর গরম জল দেয়ার কথা জানান অরুণা বিশ্বাস।

    এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি গণমাধ্যমে বলেন, 'আমাদের এমন একটি গ্রুপ ছিল, এটা সত্য। সেখানে আমি একটি পোস্ট দিয়েছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার বিষয় নিয়ে লিখেছিলাম। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যেতে দেওয়া হচ্ছিল না। আমার কাছে বিষয়টি খারাপ লেগেছে, হাসপাতালে কীভাবে মানুষ আগুন দেয়? সেখানে তো আমার-আপনার পরিবারের সদস্যরাই জীবন বাঁচাতে চিকিৎসা নেওয়ার জন্য আসে।'

    অভিনেত্রী আরও বলেন, 'আপনি হয়তো দেখেছেন, আমি কিন্তু কোনো ছাত্রদের দায়ী করিনি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনায়। আর এ-ও বলতে চাই, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে হয়তো আমরা অনেকে ছিলাম। কিন্তু সবার মনমানসিকতা এক না। শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে, তা কারও প্রত্যাশার নয়।'

    তিনি আরও বলেন, 'এটি অমানবিক। তবে অন্যের ভাবনা নিয়ে আমি তো কিছু বলার অধিকার রাখি না।'

    ফাঁস হওয়া স্ক্রিনশটের বিষয় নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় আওয়াজ তুলেছেন। অনেকেই তাদের শাস্তির দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…