কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) বিকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে গণ সমাবেশ। লোহাজুরী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই গণ সমাবেশ হয়েছে।
সভায় বক্তারা বলেন, অতীতের সকল দূর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদের অবিলম্বে বিচার করার দাবি জানান সরকারের নিকট। ইসলাম, দেশ, মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
লোহাজুরী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি উসমান গণীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আবুলের পরিচালনায় গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দীন৷ জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কটিয়াদী উপজেলা সভাপতি মুফতি বরকত হোসাইন, সিনিয়র সভাপতি মুফতি বায়েজীদ আহমেদ,সহ সভাপতি সিরাজুল ইসলাম আফসারাী , সাধারণ সম্পাদক আব্দুল কাদির বকুল,লোহাজুরী কওমি মাদরাসা মুহতামিম আব্দুর রশিদ ওয়াহেদী, মুজাহিদ কমিটি উপজেলা ছদর মাওলানা কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্দোলন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়েব ভুঁইয়া, শ্রমিক আন্দোলন সভাপতি মুফতি অলি উল্লাহ্, বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ড উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম রহমানী, যুব আন্দোলন সভাপতি রাজিব মিয়া,ছাত্র আন্দোলন সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম,যুব আন্দোলন সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রমুখ।
এআই