চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত 'তুফান'। ছবিটি হলে বসন্ত ফিরিয়েছে। ইন্ডাস্ট্রি হিট তকমা পেয়েছে। এবার সাফল্যের আরও একটি পালক যুক্ত হলো ছবিটির মুকুটে। স্টার সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে সেরা সিনেমার মর্যাদা পেয়েছে 'তুফান'।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে সিনেপ্লক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, "'তুফান' হচ্ছে এ বছর সবচেয়ে দর্শক নন্দিত সিনেমা। পাশাপাশি গত ২০ বছরে সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শন হয়েছে তারমধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে 'তুফান'। তাই 'তুফান'’কে ব্যবসায়িক হিসেবে ও দর্শক প্রশংসায় সব ভাবে সেরা মনে করে স্টার সিনেপ্লেক্স।"
'তুফান' মুক্তির মাস দুয়েক পর বৈষম্য বিরোধী আন্দোলন ও বন্যায় স্থবিরতা আসে দেশের সিনেমা অঙ্গনে। মেজবাহ আহমেদ বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তুফান আরও কত মাইলফলক স্পর্শ করতো তার ঠিক নেই।
নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে 'তুফান'-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সালাহউদ্দিন লাভলু ছাড়াও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরীসহ আরও অনেককে।
দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস ও চরকির সঙ্গে ছবিটি্র সঙ্গে আরও যুক্ত আছে কলকাতার এসভিএফ। 'তুফান' পরিচালনা করেছেন রায়হান রাফি।