পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন- মো. হারুন অর রশিদ (দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাকিব হাসান (একাত্তর টিভি ও দৈনিক কালবেলা প্রতিনিধি)।
অন্যান্য পদ সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম (দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লা (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক আল মামুন (মানবকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আরেফিন লিমন (বাংলাদেশ সমাচার), ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইশরাত হোসেন মাসুদ (প্রতিদিনের কাগজ)। এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শংকর লাল দাস (জনকণ্ঠ), মো. মশিউর রহমান বাবুল (যুগান্তর), মো. কাওসার (সমকাল), জসিম উদ্দিন আহমেদ (খোলা কাগজ/এশিয়ান টেলিভিশন), আহসান জিকো (বিজয় টিভি) ও মাজাহারুল ইসলাম মলি (মানবজমিন)।
নতুন এ কমিটি আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে দায়িত্ব গ্রহণ করবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এআই