এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে ৬৯ কোটি টাকার খেলাপি ঋণ: ক্লিপটন গ্রুপের মালিকের বাড়ি ক্রোক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

    চট্টগ্রামে ৬৯ কোটি টাকার খেলাপি ঋণ: ক্লিপটন গ্রুপের মালিকের বাড়ি ক্রোক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

    চট্টগ্রামে বেসিক ব্যাংকের ৬৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় ক্লিপটন গ্রুপের মালিক এম কামাল উদ্দিন চৌধুরীর সার্সন রোডের ‘নীলাঙ্গন’ বাসভবন ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

    চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান সোমবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। আদালতের রায়ে উল্লেখিত ওই বাড়ি ও সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

    আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, বেসিক ব্যাংক তাদের খেলাপি ঋণের অর্থ আদায়ের জন্য ক্লিপটন গ্রুপের মালিকের সম্পদ ক্রোকের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন, ফলে বিধি অনুযায়ী এখন এটি ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে।

    আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে বেসিক ব্যাংক থেকে নেওয়া ৬৯ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার টাকার ঋণ পরিশোধ না করায় এম আর এফ এসেনশিয়াল ট্রেড লিমিটেডের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে অর্থ ঋণ মামলা হয়। নগরীর জুবলী রোড শাখা থেকে নেওয়া এই ঋণের প্রধান গ্রহীতা ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা মুরশেদ মুরাদ ইব্রাহিম এবং তাঁর ভাই রাশেদ মুরাদ ইব্রাহিম। তাদের পক্ষে গ্যারান্টার ছিলেন ক্লিপটন গ্রুপের মালিক এম কামাল উদ্দিন চৌধুরী।

    বিদেশ থেকে পণ্য আমদানি করতে এ ঋণ নেওয়া হয় এবং ধাপে ধাপে ৪০ কোটি টাকার এলসি সুবিধাও দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় ব্যাংক আদালতে গ্যারান্টারের সম্পদ ক্রোকের আবেদন করে। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…