এইমাত্র
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    পাবিপ্রবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৫.১৭ শতাংশ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পিএম

    পাবিপ্রবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৫.১৭ শতাংশ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পিএম

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘সি’ ইউনিটের (ব্যবসা শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতির হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।

    শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিয়ারিং ভবন, এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন ও মহুয়া ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো: আব্দুর রহিম জানান, ‘সি’ ইউনিটে পাবিপ্রবি কেন্দ্রে ১১৮১ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেয় ১১২৪ জন। যা মোট শিক্ষার্থীর ৯৫ দশমিক ১৭ শতাংশ।

    পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ও পরীক্ষাসংশ্লিষ্টরা।

    এর আগে তারা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থানে যান এবং তাদের সাথে কথা বলেন। অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও মহিলা অভিভাবকদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে বলে জাানান।

    পাবিপ্রবি কেন্দ্রের আইনশৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী ও রোভার স্কাউট যৌথভাবে কাজ করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো দূর থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা করেছে।

    পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এবার ‘সি’ ইউনিটে সারা দেশে ২৩ হাজার পরীক্ষার্থী ছিল। পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখানে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরাই বেশিরভাগ এসেছেন। পরবর্তী পরীক্ষাগুলোও সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন।”

    উল্লেখ্য, বি ইউনিটের (মানবিক) পরীক্ষা আগামী ২ মে এবং এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আগামী ৯ মে যথারীতি সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…