এইমাত্র
  • ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
  • মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর
  • শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
  • শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, শনিবার জানাজা
  • আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
  • আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ
  • হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
  • শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ ও আসিফ মাহমুদ
  • ‘হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে’
  • প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
  • আজ শুক্রবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পিএম

    সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পিএম

    দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামে মরিয়মবাজার সংলগ্ন কালামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে এক পাশে সংযোগ সড়কবিহীন পড়ে আছে। ফলে আশপাশের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাঁকো ব্যবহার করে চলাচল করছেন।

    জানা যায়, ২০১৪ সালের ১০ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৪৭ লাখ ৪২ হাজার ৭১৮ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্মাণের পর কিছুদিন ব্যবহারযোগ্য থাকলেও ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সেতুটির এক পাশের সংযোগ সড়ক সম্পূর্ণভাবে ভেঙে যায়। এরপর দীর্ঘ আট বছরেও সেই সড়কটি আর মেরামত করা হয়নি।

    বর্তমানে সেতুর একটি পাশ ব্যবহারযোগ্য থাকলেও অপর পাশে রয়ে গেছে ফাঁকা জায়গা। ফলে পারাপারের জন্য বাধ্য হয়ে স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোর ওপর নির্ভর করছেন। বর্ষা মৌসুমে এই সাঁকো হয়ে ওঠে আরও ভয়ানক। রোগী, শিশু ও বৃদ্ধদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

    এলাকাবাসী জানান, এই সেতুটি আশপাশের দশটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। প্রতিদিন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করে এই পথে। কিন্তু রাস্তা না থাকায় সেতুটি কার্যত অকেজো হয়ে রয়েছে।

    স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, সেতুর এক পাশে গিয়েই থেমে যেতে হয়। কাঠের সাঁকো দিয়ে চলাচল খুবই কষ্টকর।

    গ্রামবাসী মহির উদ্দিন বলেন, দশটি গ্রামের মানুষ এই সেতু ব্যবহার করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুর কোনো সুফল পাচ্ছি না।

    ভ্যানচালক তৌহিদুল ইসলাম বলেন, কাঠের সাঁকো দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। রোগী বা বয়স্ক মানুষ নিয়ে পার হতে গেলে আতঙ্ক লাগে।

    গত ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি সরেজমিন পরিদর্শন করেন। কিন্তু এরপরেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, সেতুর সংযোগ সড়ক দ্রুত পুনর্নির্মাণ করে মানুষের দুর্ভোগ লাঘব করা হোক। নয়তো বহু অর্থে নির্মিত এই সেতু উন্নয়নের বদলে দুর্ভোগের প্রতীক হয়ে থাকবে।

    এ বিষয়ে জানতে চাইলে খানসামা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া চলমান টেন্ডার হলে কাজ শুরু হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…