এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    জমে উঠেছে আইপিএল, প্লে-অফের রেসে ১০ দল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম

    জমে উঠেছে আইপিএল, প্লে-অফের রেসে ১০ দল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম

    আইপিএল এখন মাঝামাঝিতে। ইতিমধ্যে আইপিএলের ৪৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে। আর এবারের আসরের বাকি আছে মাত্র ২২টি ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে যোগ দিয়েছে। ১০ দলেরই রয়েছে প্লে-অফে ওঠার সুযোগ।এর মধ্যে কয়েকটি দলের সুযোগ বেশি আবার কয়েকটি দলের সুযোগ কম থাকলেও খাতায়-কলমের হিসেবে তারাও প্লে-অফে উঠতে পারে। তবে প্রত্যেকের সামনে রয়েছে আলাদা আলাদা হিসাব।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১০ ম্যাচ ১৪ পয়েন্ট)- পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাকি চারটি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে জিততে পারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে কোহলিদের প্রথম দু’টি দলের মধ্যে শেষ করার সুযোগ রয়েছে। তার জন্য তিনটি ম্যাচ জিততে হবে বেঙ্গালুরুর। ১৬ পয়েন্টে শেষ করলেও প্লে-ওফে ওঠার সুযোগ থাকবে কোহলিদের।

    মুম্বাই ইন্ডিয়ান্স (১০ ম্যাচে ১২ পয়েন্ট)- শেষ পাঁচটি ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্দান্ত ছন্দে রয়েছেন হার্দিকের দল। বাকি চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে তাদের। মুম্বাই যদি তাদের বাকি চারটি ম্যাচেই জয় পায় তাহলে প্রথম দুই দলের মধ্যেও শেষ করতে পারে তারা। বাকি চারটির মধ্যে দু’টি জিতলেও প্লে-অফে ওঠার সুযোগ থাকবে মুম্বাইয়ের সামনে।

    গুজরাট টাইটান্স (৯ ম্যাচে ১২ পয়েন্ট)- গুজরাট প্রথম দুই দলের থেকে একটি ম্যাচ কম খেলেছে। ফলে শুভমন গিলরাও রয়েছেন আইপিএলের পয়েন্ট তালিকার ভালো জায়গায়। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেলেই প্লে-অফে উঠে যাবে গুজরাট। দু’টিতে জিতলেও সুযোগ থাকবে শুভমনদের সামনে। অন্তত চারটি জিতলে প্রথম দুই দলের মধ্যে থাকবে তারা। হাতে এক ম্যাচ বেশি থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করার সুযোগ সবচেয়ে বেশি তাদের।

    দিল্লি ক্যাপিটালস (১০ ম্যাচে ১২ পয়েন্ট)- পর পর দু’ম্যাচ হারলেও দিল্লির অবস্থা এখনও ভালো। বাকি চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতলেই প্লে-অফে উঠবে তারা। দু’টি জিতলেও সুযোগ থাকবে প্লে-অফের। যদি বাকি চারটি ম্যাচেই দিল্লি জয় পায় তা হলে প্রথম দুই দলের মধ্যে শেষ করার সুযোগ তাদেরও থাকবে।

    পাঞ্জাব কিংস (৯ ম্যাচে ১১ পয়েন্ট)- পাঞ্জাব কিংসের বাকি আচছে আরও পাঁচটি ম্যাচ। তার মধ্যে চারটিতে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে শ্রেয়স আইয়ারদের। আর তিনটিতে জয় পেলেও প্রথম চার দলের মধ্যে থেকে শেষ করার সুযোগ থাকবে পাঞ্জাবের সামনে।

    লখনউ সুপার জায়ান্টস (১০ ম্যাচে ১০ পয়েন্ট)- আর মাত্র চারটি ম্যাচ বাকি আছে ঋষভ পন্থদের। তারা যদি সেই চারটি ম্যাচেই জয় পায় তাহলে প্লে-অফ নিশ্চিত হবে লখনউয়ের। তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার সুযোগ থাকবে তাদের।

    কলকাতা নাইট রাইডার্স (১০ ম্যাচে ৯ পয়েন্ট)- কেকেআর তাদের বাকি চারটি ম্যাচেই জয় পেলে সর্বাধিক ১৭ পয়েন্টে পৌঁছার সুযোগ থাকবে। একমাত্র তখনই প্লে-অফে ওঠার সুযোগ থাকবে অজিঙ্ক রাহানেদের। একটি ম্যাচ হারলে তখন বাকি সব দলের ম্যাচের উপর নির্ভর করতে হবে কলকাতার।

    রাজস্থান রয়্যালস (১০ ম্যাচে ৬ পয়েন্ট)- সুযোগ কম থাকলেও খাতা-কলমে এখনও প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে রাজস্থানের। তার জন্য বাকি চারটি ম্যাচেই জিততে হবে তাদের। সে ক্ষেত্রে ১৪ পয়েন্টে শেষ করবে তারা। তার পরেও রাজস্থানকে বাকি সব দলের খেলার উপর নির্ভর করতে হবে।

    সানরাইজার্স হায়দরাবাদ (৯ ম্যাচে ৬ পয়েন্ট)- রাজস্থান ও হায়দরাবাদের পয়েন্ট সমান হলেও হায়দরাবাদ এক ম্যাচ কম খেলেছে। সেক্ষেত্রে তাদের প্লে-অফে ওঠার সুযোগ বেশি। বাকি পাঁচ ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে প্যাট কামিন্সদের। একটি ম্যাচ হারলে জটিল অঙ্কের উপর নির্ভর করতে হবে তাদের।

    চেন্নাই সুপার কিংস (৯ ম্যাচে ৪ পয়েন্ট)- প্লে-অফে যাওয়ার জন্য কম সুযোগ রয়েছে চেন্নাইয়ের সামনে। আইপিএলের হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিরা এখনও বিদায় নেননি। বাকি থাকা পাঁচটি ম্যাচ জিতলে তারাও ১৪ পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে। তার পর বাকি ন’টি দলের উপর নির্ভর করতে হবে তাদের।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…