এইমাত্র
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নদীর বাঁধ অপসারণে বাধা, গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ১০:৪৩ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ১০:৪৩ পিএম

    নদীর বাঁধ অপসারণে বাধা, গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ১০:৪৩ পিএম

    জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে বাঁধ অপসারণকে কেন্দ্র করে বাধার সম্মুখীন হয়েছেন উপজেলা প্রশাসন। বাঁধ অপসারণে বাধা দেওয়ায় দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (১ মে) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই দণ্ডাদেশ প্রদান করেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, চর আইরমারী গ্রামের সোনার উদ্দিনের ছেলে রহমত আলী (৪০) ও মৃত হাসেন আলীর ছেলে ইউসুফ আলী (৩২)। এদিকে বাঁধ অপসারণের পক্ষে বিপক্ষে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    জানা গেছে, সম্প্রতি দশানী নদীর ভাঙন রোধে বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়া পাড়া এলাকায় নদীর পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ করেন খাপড়া পাড়া এলাকাবাসী৷

    এই বাঁধ দেখে সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামে পাল্টা বাঁধ নির্মাণ করেন চর আইরমারী গ্রামের মানুষ। ফলে উজানের ২০ টি গ্রামের নিম্নাঞ্চলের আধপাকা ধান পানির নিচে তলিয়ে যায়। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বাঁধ নির্মাণকারী দুই গ্রামবাসীর সঙ্গে বাঁধ অপসারণ নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে বাঁধ দুটি অপসারণের সিদ্ধান্ত হয়।

    পরে বিকেল ৫টার দিকে চর আইরমারী গ্রামে বাঁধ অপসারণে বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানার নেতৃত্বে যৌথ অভিযানে যান উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ। অভিযানের সময় চর আইরমারী গ্রামের মানুষ বাঁধ নির্মাণে বাধা প্রদান করেন৷ এ নিয়ে প্রশাসনের সঙ্গে গ্রামবাসীর বাকবিতণ্ডা হয়।

    অপরদিকে বাঁধ অপসারণ করতে স্লোগান দেওয়ায় চর আইরমারী গ্রামবাসীর সঙ্গে শেখ পাড়া গ্রামের মানুষের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাঁধ অপসারণে বাধা দেওয়ায় তাৎক্ষণিকভাবে রহমত আলী ও ইউসুফ আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়।

    বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা জানান, বাঁধ অপসারণ করতে গেলে চর আইরমারী গ্রামবাসী বাধা প্রদান করেন৷ এতে করে বাঁধটি অপসারণ করা যায় নি। তবে বাধা দেওয়ায় দুজনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…