এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় দ্বিতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ০২:৫১ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ০২:৫১ পিএম

    ভোলায় দ্বিতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ০২:৫১ পিএম

    মো. সবুজ, ভোলা:

    ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। ফলে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন দুর দুরান্ত থেকে আসা যাত্রীরা।

    সোমবার (০৫ মে) সকাল থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনাল জেলার অভ্যান্তরীণ ৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

    এর আগে গতকাল রবিবার বিকেল ৪টায় ভোলার উপশহর বাংলাবাজারে বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিক ইউনিয়ন।

    বাস শ্রমিকরা জানান, মহাসড়কে সিএনজি অটোরিকশাকে অবৈধ ঘোষনা করে সেগুলো বন্ধ ও বাস শ্রমিকদের উপর হামলা ভাঙচুরের বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তাদের দাবি সিএনজি অটোরিকশা চালকরা কিছুদিন পর পর পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করছে তাই আর কোনো সমঝোতা করবেন না তারা।

    এদিকে সিএনজি অটোরিকশা চালকরা বলছেন, বাস শ্রমিকরা প্রায়ই তাদের সাথে ঝামেলা করে। তাদের উপর জুলুম করেই সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে। সিএনজি অটোরিকশা সরকার থেকে লাইসেন্স নিয়ে রাস্তায় নামানো হয়। যেহেতু সিএনজি অটোরিকশার রুট পারমিট রয়েছে, সেহেতু এটাকে অবৈধ ঘোষণা করার দাবি অযৌক্তিক বলেও জানান তারা।

    বাস ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় জেলার চরফ্যাসন, লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার মতো দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে ছোট ছোট যানবাহন ইজিবাইক, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে গন্তব্যে স্থানে যাচ্ছেন। এতে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। দুর্ভোগ লাগবে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন এসব যাত্রীরা।

    এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকাল থেকেই ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও নৌবাহিনীর টহল মোতায়েন রয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…